Friday, August 22, 2025

আর জি কর হাসপাতালের অধ্যক্ষের পদত্যাগের দাবি থেকে ইস্তফার নাটকে অবশেষে যবনিকা পতন। রাজ্যের স্বাস্থ্য দফতরের নির্দেশে এবার ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকে তাঁর ইস্তফা যে গৃহীত হয়নি, তাও এই সিদ্ধান্তে স্পষ্ট। মুখ্যমন্ত্রী সোমবারই জানিয়েছিলেন অধ্যক্ষকে অন্যত্র সরিয়ে দেওয়া হবে। সেই নির্দেশই কার্যকর হল। যদিও ন্যাশানাল মেডিক্যালের পডু়য়ারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। আর জি করের নতুন অধ্যক্ষ হলেন সুহৃতা পাল।

সোমবার সকালে অধ্যক্ষ সন্দীপ ঘোষ একবার দাবি করেন তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেছেন। সরকারি কর্মী হিসাবে তিনি তাঁর দায়িত্ব আজীবন পালন করবেন বলেও দাবি করেন। আবার তারপরেই তিনি স্বাস্থ্য ভবনে গিয়ে অধ্যাপক হিসাবেই ইস্তফা দেন। যদিও তার সেই ইস্তফা গৃহীত হয়নি। যার ফলাফল হিসাবে বিকালে তাকে ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয়।

আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুায়দের দাবি ছিল এই অধ্যক্ষই একাধিকভাবে প্রভাবিত করেছেন গোটা তদন্ত প্রক্রিয়া। এমনকি তাঁর বিরুদ্ধে মৃতার পরিবারকে ভুল বোঝানোর অভিযোগও ছিল। প্রথম থেকেই হাসপাতালের আন্দোলনরত ডাক্তাররা তাঁর পদত্যাগ দাবি করেন। রবিবার সুপারকে সরানো হলেও অধ্যক্ষ পদে বহাল ছিলেন সন্দীপ ঘোষ। সোমবার তিনি পদত্যাগ করার রাজ্য সরকার সেই পদত্যাগ সাদরে গ্রহণ করে।

তবে ন্যাশানাল মেডিক্যালের পডু়য়াদের দাবি, তাঁরা সন্দীপ ঘোষকে নিজেদের অধ্যক্ষ হিসাবে মেনে নিচ্ছেন না। এর আগে শহরের একাধিক মেডিক্যাল কলেজের পড়ুয়ারা দাবি করেছিলেন যদি তাঁদের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষকে পাঠানো হয়, তাহলে তাঁরা তা মানবেন না। স্বাস্থ্য দফতরের ঘোষণার পর সেই প্রতিক্রিয়ারই প্রতিফলন হল। ন্যাশানাল মেডিক্যাল কলেজে তালা লাগিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান ন্যাশানাল মেডিক্যালের পড়ুয়ারা।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version