Monday, November 10, 2025

আর জি কর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়! নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ চিকিত্‍সককে তলব লালবাজারে

Date:

ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের পুলিশ হেফাজতের পর আর জি কর (R G Kar Hoapital) কাণ্ডে নয়া মোড়! তদন্তে নেমে এবার পুলিশ ঘটনার রাতে মৃতা চিকিৎসক-তরুণী সঙ্গে ডিনার করা ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে। আগেও তাঁদের সঙ্গে কথা বলেছিলেন তদন্তকারী অফিসাররা। তবে এবার জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব করা হয়েছে। যা নিঃসন্দেহে তাত্‍পর্যপূর্ণ।

প্রসঙ্গত আর জির (R G Kar Hospital) কাণ্ডে অভিযুক্ত একজন নয়, আরও কেউ কেউ আছেন! এরকম দাবিতে সরব হয়েছেন অনেকেই। ভাইরাল হয়েছে আরজিকর মেডিক্যাল কলেজেরই এক পড়ুয়া ও এক পিজিটি চিকিত্‍সকের এক ফোনালাপের অডিয়ো রেকর্ডও। এই পরিপ্রেক্ষিতে নির্যাতিতার ডিনার-সঙ্গী ৪ ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে লালবাজারে তলব ঘটনায় অন্য মাত্রা যোগ করছে।

আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই ময়নাতদন্ত রিপোর্ট জমা পড়েছে। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ খতিয়ে দেখতে এরপর বিশেষ টিম আসবে। তাঁরা সেমিনার রুম এবং লাগোয়া এলাকা পরিদর্শন করবে। তারপর ময়নাতদন্তের রিপোর্ট এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ মিলিয়ে দেখার কাজ হবে। সাক্ষীদের সঙ্গে কথা বলে এরপর তদন্তের কাজ এগোবে। ওদিকে আরজিকর কাণ্ডের জল এবার গড়াতে চলেছে কলকাতা হাইকোর্টেও। সিবিআই তদন্ত চেয়ে দু-তিনটি মামলা দায়ের হওয়ার সম্ভাবনা। একইসঙ্গে চিকিত্‍সকদের নিরাপত্তা সুনিশ্চিত করারও আবেদন জানানো হবে মামলায়।

আরও পড়ুন:‘অপমান সহ্য করতে পারছি না’, পদত্যাগ করলেন আরজি কর হাসপাতালের প্রিন্সিপাল

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version