বারুইপুরে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শিক্ষক

প্রতীকী ছবি

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ- খুনে যখন উত্তাল গোটা রাজ্য তখন বারুইপুরে কোচিং সেন্টারে (Baruipur coaching centre) ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগের গ্রেফতার শিক্ষক। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিশ (Baruipur Police Station)।

আক্রান্ত ছাত্রীর পরিবারের তরফে জানা গেছে, শনিবার রাতে উচ্চ মাধ্যমিক পড়ুয়া অভিযুক্ত শিক্ষকের কাছে পড়তে গেছিলেন। ছাত্রী জানিয়েছেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও তাঁকে বসিয়ে রাখা হয়। এরপরই দুর্ব্যবহার এবং হেনস্থা করা হয়। ছাত্রী বাড়ি ফিরে বাবা-মাকে সবটা জানাতে রবিবার তাঁর পরিবার বারুইপুর থানার দ্বারস্থ হয়। তদন্ত শুরু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার শিক্ষককে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে খবর।