ভবানীপুরকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগের শীর্ষে লাল-হলুদ

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় বিনু জর্জের দল।

কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের। এদিন ভবানীপুরকে হারালো ১-০ গোলে। লাল-হলুদের হয়ে একমাত্র গোল জেসিন টিকের। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষে চলে বিনু জর্জের দল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ম্যাচের ৬ মিনিটে জেসিন টিকের পেনাল্টিতে করে গোলে এগিয়ে যায় লাল-হলুদ।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় বিনু জর্জের দল। ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় লাল-হলুদ। পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন জেসিন। পেনাল্টি বক্সের ভিতরে রোসলকে অবৈধ ভাবে ফেলে দেওয়া হলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি স্পট থেকে গোল করতে কোন ভুল করেননি জেসিন। চলতি মরশুমে তাঁর ৯টি গোল হয়ে গেল। তার মধ্যে কলকাতা লিগেই ৮টি গোল। ডুরান্ড কাপেও গোল রয়েছে জেসিনের। এরপরই বেশ ম্যাচে কয়েকবার আক্রমণে যায় দু’দল। তবে গোল করে সমতা ফেরাতে ব্যর্থ হয় ভবানীপুর। আর গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় লাল-হলুদও।

আরও পড়ুন-এবার ঘোরায়া ক্রিকেটে বিরাট-রোহিত, খেলবেন দলীপ ট্রফিতে : সূত্র