Saturday, August 23, 2025

বাংলার চটশিল্পকে ধ্বংস করছে কেন্দ্র! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ INTTUC

Date:

Share post:

ধ্বংসের রাজনীতি করছে কেন্দ্র সরকার। একের পর এক বঞ্চনা। বেসরকারিকরণ, শ্রমিকদের ন্যয্য দাবি না মানাই মোদি সরকারের অন্য নাম। চটশিল্পকেও ধ্বংস করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র সরকার। বন্ধ চটকলগুলির খোলার কোনও চিন্তাই করেনি, শ্রমিকদের বঞ্চিত করেছে। এবার কেন্দ্রের কাছে সেই বঞ্চনার জবাব চাইতে এবং বাংলার চটশিল্পকে ধ্বংস করার কেন্দ্রীয় সরকারের চক্রান্ত ব্যর্থ করতে প্রতিবাদের ডাক দিল আইএনটিটিইউসি। সোমবার কেন্দ্রের ধ্বংস করার নীতির বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। কেন্দ্রের ধ্বংসনীতির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হল আইজেএম অফিস, বেঙ্গল চেম্বার অফ কমার্স বিল্ডিংয়ের সামনে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোধ্যায়, আইএনটিটিইউসি অনুমোদিত অল বেঙ্গল তৃণমূল জুট অ্যান্ড টেক্সস্টাইল ইউনিয়নের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বিধায়ক সোমনাথ শ্যাম, আইএনটিটিইউসির উত্তর কলকাতার সভাপতি তথা পুরসভার এমআইসি স্বপন সমাদ্দার প্রমুখ।

আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার চটশিল্পে বিপ্লব এনেছে রাজ্য সরকার। অস্থায়ী কর্মীদের ৯০ শতাংশই স্থায়ী করা হয়েছে। চটকল শ্রমিকদের বেতন বৃদ্ধি রাজ্যের উদ্যোগে একটি সঠিক জায়গা পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চটকল শ্রমিকদের জন্য ঐতিহাসিক চুক্তি হয়েছে। আর কেন্দ্র বাংলার চটশিল্পকে ধ্বংস করতে উদ্যোগী হয়েছে। ওই চক্রান্ত ব্যর্থ করবে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র জুটকে অগ্রাধিকার না দিয়ে সিন্থেটিক দ্রব্যকে তুলে ধরছে। এরফলেই সমস্যা হয়েছে। চটশিল্পকে ধ্বংস করতে নামা কেন্দ্রকে জবাব দিতেই এই অবস্থান প্রতিবাদ। ভয়ংকর পরিস্থিতিতে আমাদের চট শিল্প রয়েছে। আমাদের চিনি থেকে শুরু করে অন্যান্য শস্য মজুত করে রাখার জন্য চটের ব্যাগের দরকার। কিন্তু কেন্দ্র চটের ব্যাগের পরিবর্তে সিন্থেটিক ব্যাগ ব্যবহারের নির্দেশ দিয়েছে। এর ফলে কয়েক লক্ষ পাট চাষি জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ, তারাও এই চট শিল্পের সঙ্গে যুক্ত। হঠাৎ করে এফসিআইকে নির্দেশ দেওয়া হয় কোনও চটের ব্যাগ ব্যবহার করা যাবে না। চটের পরিবর্তে সিন্থেটিকের ব্যাগ ব্যবহার করার কথা বলা হচ্ছে, যা মোটেই পরিবেশ বান্ধব নয় ।তাই এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে হবে।

মন্ত্রী মলয় ঘটক বলেন, কেন্দ্রীয় সরকার ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। পাট চাষিদের আজ ঘোর দুর্দিন। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সবাইকে একজোট হতে হবে। যা পরিবেশ বান্ধব নয়, সেই জিনিস ব্যবহার করার কথা বলা হচ্ছে। অথচ চট শিল্পকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বপন সমাদ্দার বলেন, রাজ্যের প্রতি প্রতিহিংসাপরায়ন হয়ে চট শিল্পকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। বাংলার চট শিল্প আজ বিপন্ন। এত সহজে বাংলার চট শিল্পকে ধ্বংস করতে পারবে না কেন্দ্র।এদিনের প্রতিবাদ সভায় কয়েক হাজার শ্রমিক যোগ দেন।

 

spot_img

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...