রাত দখল করুক মেয়েরা: মধ্যরাতে মহিলাদের নিরাপত্তার দাবিকে সমর্থন তৃণমূল কাউন্সিলর সোমার

‘রাত দখল করুক মেয়েরা’- এই দাবি নিয়ে ১৪ অগাস্ট মধ্যরাতে রাজপথে আন্দোলনে নামছেন বাংলার নারীরা। সেই অন্দোলনকে সফল করার ডাক দিয়ে ফেসবুকে পোস্ট করলেন ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী (Soma Choudhuri)। তৃণমূল (TMC) নেতা পিয়াল চৌধুরীর (Piyal Chodhuri) স্ত্রী সোমা এই আন্দোলনের সমর্থন একগুচ্ছ পোস্টার পোস্ট করেন তিনি।  নিজের ফেসবুক ওয়ালে কাউন্সিলর সোমা চৌধুরী (Soma Choudhuri) লেখেন, “নারীদের সম্মান ,প্রাণ বাঁচাতে দলবদ্ধ হোন”। আর জি করে তরুণী চিকিৎসকের নৃশংস-ধর্ষণ খুনে উত্তাল রাজ্য তথা দেশ। প্রতিবাদ- আন্দোলনে সামিল শুধু জুনিয়র চিকিৎসকরাই নন, সমাজের সব মহল। এই পরিস্থিতিতে স্যোশাল মিডিয়ায় ‘রাত দখল করুক মেয়েরা’- এই স্লোগান তুলে এক প্রতিবাদের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অরাজনৈতিকভাবে একটি সংঘবদ্ধ আন্দোলন গড়ে তোলার চেষ্টা হচ্ছে। যেখানে দাবি উঠছে নারী নিরাপত্তার। ১৪ অগাস্ট রাত ১২টার আগে মহানগর থেকে জেলায় মেয়েদের জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করেছেন টলিউডের অভিনেত্রী-কলাকুশলীরাও।১৪ তারিখ রাত ১১.৪৫ থেকে প্রধানত কলকাতার ৩টি জায়গা- যাদবপুর, অ্যাকাডেমি ও কলেজ স্ট্রিটে হবে জমায়েত। তবে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ডাক। ডানলপ, বনগাঁ, অশোকনগর, ইংলিশ বাজার মালদহ, বারাসাত স্টেশন, হাবরা, আরামবাগ, রায়গঞ্জেও এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে শুরু করে ঋতাভরী চক্রবর্তী, সোহিনী সরকার, মধুমিতা সরকার- সোশ্যাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করেন। তবে শুধু বিশিষ্টরাই নন, এই ডাক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষদের মধ্যেও। যাঁরা কলকাতায় আসতে পারবেন না, আঞ্চলিকভাবে জমায়েতের পরিকল্পনা করা হয়েছে।

১৪ অগাস্ট আন্দোলনের মূল দাবি, আর জি করের নির্যাতিতার সুবিচার ও নারী নিরাপত্তা। আর এর মধ্যেই এই বিষয় নিয়ে পোস্ট করলেন খোদ শাসকদলের কাউন্সিলর। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।






Previous articleনবান্নে কুড়মি সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, পাশে থাকার আশ্বাস
Next articleআর জি করে গেট ভাঙল ‘বহিরাগত’রা, স্পষ্ট বাম-রাম আঁতাঁত