Thursday, December 25, 2025

কী হয়েছিল অভিশপ্ত রাতে? সংবাদ মাধ্যমে জানালেন আর জি করের চেস্ট বিভাগের প্রধান

Date:

Share post:

গত বৃহস্পতিবার শেষ রাতে আরজি কর হাসপাতালে (R G Kar Madical College And Hospital) নৃশংসভাবে তরুণী পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ-খুন করা হয়। সেই চূড়ান্ত নিন্দনীয়-মর্মান্তিক ঘটনা নিয়ে রাজ্য তথা দেশজুড়ে প্রতিবাদে ঝড় উঠেছে। সব আলোচনায় উঠেছে নানা প্রশ্ন। তার মধ্যে প্রধান হল, কেন কেউ কোনও শব্দ পেলেন না? কেন প্রথমে বাড়িতে বলা হল মেয়ে আত্মহত্যা করেছে? কে এই খবর দিয়েছেন? কেন বাবা-মাকে বসিয়ে রাখা হল? এই সবের উত্তর দিয়েছেন আর জি করের ফুসফুস এবং চেস্ট বিভাগের প্রধান ডা. অরুণাভ দত্ত চৌধুরী (Anurabha Dutta Chowdhury) । মৃতা তাঁরই বিভাগের মহিলা চিকিৎসক। অরুণাভ দত্ত চৌধুরী (Anurabha Dutta Chowdhury) জানান, তিনি দেহ দেখেননি। কারণ, ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বলেন, “আমি সে ভাবে দেখিনি। যে বর্ণনা আমি শুনেছিলাম, তা শোনার পরে কাছেও যাইনি। আমি দূর থেকে দেখেছিলাম মেয়েটি পড়ে রয়েছে। তার পোশাক-আশাক অবিন্যস্ত। সে রক্তাক্ত ছিল কি না, তা-ও বুঝতে পারিনি।“ তাঁর কথায়, বলেন, “আমি ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। মেয়েটির বাড়ির ফোন নম্বর জোগাড় করার পর সহকারী সুপার বাড়িতে ফোন করে মৃত্যুর খবর দিয়েছিলেন। তবে ময়নাতদন্তের আগে এভাবে না জেনে কেউ আত্মহত্যার কথা বলে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছিল।”

এভাবে নারকীয় অত্যাচার চলল, তাও বাইরে কেউ কিছু টের পেলেন না কেন? চেস্ট মেডিসিনের এইচওডি-র জানান, “ওই ঘরে এসি চলে। এসি চললে ভিতরের আওয়াজ বাইরে আসে না। তবে আমি জানি না, সেই সময় সেখানে এসি চালানো ছিল কি না।“

সেমিনার হল কি সব সময় খোলা থাকে? উত্তরে গুরুত্বপূর্ণ তথ্য দেন প্রধান ডা. অরুণাভ দত্ত চৌধুরী। জানান, “সেমিনার রুমে ক্লাস হয়। পড়াশোনা করে পড়ুয়ারা। ঘটনার দিনও বিকেল পাঁচটা পর্যন্ত ক্লাস হয়েছে। তারপর সাড়ে আটটায় দরজায় তালা দিয়ে দেওয়া হয়। চাবি থাকে নার্সদের কাছে। ওই দিন কখন আবার কে সেমিনার রুম খুলল বুঝতে পারছি না।” তাহলে, কে খুলল ঘর! উত্তরে তিনি বলেন, আমি সিবিআই নই।

এদিন আর জি কর চত্বরে অরুণাভকে ঘিরে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। তবে, চেস্ট মেডিসিনের এইচওডি জানান, তিনি ঘটনার মাত্র ৮দিন আগে দায়িত্ব নিয়েছেন। ঘটনাটি তাঁকে ফোন করে জানান ইউনিটের ভারপ্রাপ্ত কর্মী। ডা. দত্ত চৌধুরী বিষয়টি আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠকে ফোনে বলেন।

কিন্তু ময়নাতদন্তের’আগেই কীভাবে ‘আত্মহত্যা’ বলে মন্তব্য করা হল! সংবাদমাধ্যমের কাছে আরজিকর মেডিক্যাল কলেজের চেস্ট মেডিসিনের এইচওডি জানান, এটা একেবারেই উচিৎ হয়নি। খবর পেয়ে মৃতা চিকিৎসকের বাবা-মা পৌঁছন। অভিযোগ, অরুণাভের ঘরেই তাঁদের দীর্ঘ ক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। চেস্ট মেডিসিনের এইচওডি-এর কথায়, “মেয়েটির মা-বাবা যখন আসেন, তখন পুলিশ চলে এসেছিল। তারা তাদের কাজ শুরু করে দিয়েছিল বলেই তাঁদের আমার ঘরে বসতে দেওয়া হয়েছিল। ইচ্ছা করে বসিয়ে রাখা হয়নি।”






spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...