Friday, October 31, 2025

আর জি কর-কাণ্ডের জের: দিল্লিতে ফোর্ডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর

Date:

আর জি কর (R G Kar) হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার থেকেই দিল্লির (Delhi) প্রায় সব ক’টি সরকারি ও বেসরকারি হাসপাতাল-সহ স্বাস্থ্যকেন্দ্রে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দিয়েছে ডাক্তারি পড়ুয়ারা (Medical Students)। জরুরি পরিষেবা বাদে সমস্ত পরিষেবা বন্ধ রেখে সুবিচারের আশায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বড় অংশ।

রবিবারই আর জি কর কাণ্ডের প্রতিবাদে দেশজুড়ে অনির্দিষ্টকালীন ধর্মঘটের ডাক দেয় ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস্ (FORDA)। এই ডাকে সাড়া দিয়েই দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাসপাতালের ওপিডি বিভাগ ও অপারেশন থিয়েটার বন্ধ রাখা হয়। আপৎকালীন বিভাগ খোলা রাখলেও বন্ধ রাখা হয় ওয়ার্ড ডিউটি। আর এমন পদক্ষেপে রীতিমতো স্তব্ধ হয়ে ওঠে রাজধানী শহরের জনজীবন। এরপরই তড়িঘড়ি পরিস্থিতি সামলাতে আসরে নামেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। ফোর্ডার বেশ কয়েকজন প্রতিনিধির সঙ্গে নিজের বাসভবনে বৈঠক সারেন।

একেই নিটের প্রশ্নফাঁসকাণ্ডে মুখ পুড়েছে তার উপর গোদের উপর বিষফোঁড়ার মতো অস্বস্তি বাড়াচ্ছে আর জি কর কাণ্ড। যার প্রতিবাদে সরব গোটা দেশ। এমন চলতে থাকলে গোটা দেশে বিপর্যয়ের আশঙ্কায় মঙ্গলবার সন্ধ্যায় তড়িঘড়ি ফোর্ডার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারেন নাড্ডা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফোর্ডার সভাপতি বলেন, আমরা জে পি নাড্ডার সঙ্গে দেখা করে সমস্যার কথা জানিয়েছি। তিনি চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেকারণেই ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী মুখে যতই বলুন দেশবাসীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে কোন সদর্থক পদ মোদি সরকার নিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...

ফর্ম ফিলাপ পর্বে চা শ্রমিকদের বাড়ি যান: বিশেষ নির্দেশ অভিষেকের

জটিল থেকে জটিলতর হচ্ছে ভোটাদের ন্যায্য ভোটার হিসাবে ভোটকেন্দ্রে পৌঁছানোর পথ। একদিকে ভোটার তালিকায় নাম থাকা নিয়ে নথি...

গোল করতে ব্যর্থ দুই দলই, মোহনবাগানকে টেক্কা দিয়ে সুপার কাপের সেমিতে ইস্টবেঙ্গল

সুপার কাপের ডার্বি ড্র। খেলার ফল ০-০। গোল পার্থক্যে এগিয়ে থেকে (Super CUP)সেমিফাইনালে চলে গেল ইস্টবেঙ্গল। বিদায় নিল...
Exit mobile version