Friday, January 30, 2026

আর জি কর কাণ্ডের প্রতিবাদ: জরুরি পরিষেবা মিললেও সকাল থেকেই বন্ধ আউটডোর, বিপাকে রোগীরা

Date:

Share post:

আর জি কর (RG Kar) কাণ্ডের প্রতিবাদে বুধবার রাজ্যের সব সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর (Outdoor) পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরসের। যার জেরে বুধবার সকাল থেকেই রোগীদের (Patient) ভোগান্তি শুরু। তবে জরুরি পরিষেবা (Emergency) স্বাভাবিক রাখার আশ্বাস মিললেও আউটডোর পরিষেবা বন্ধ হয়ে পড়ায় চূড়ান্ত নাকাল হচ্ছে দূরদূরান্ত থেকে আসা রোগীরা। আর জি কর-কাণ্ডে মঙ্গলবার সিবিআই তদন্তের (CBI Investigation ) নির্দেশ দিয়েছে হাই কোর্ট High Court)। বুধবার দিল্লি থেকে সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে সিবিআইয়ের বিশেষ দল। পাশাপাশি, পরিষেবা স্বাভাবিক করার জন্য আন্দোলনকারী আবাসিক চিকিৎসকদের কাছে আবেদনও করেছে কলকাতা হাইকোর্ট।

তবে কর্মবিরতি থেকে এখনই তাঁরা সরছেন না বলে স্পষ্ট জানান চিকিৎসক পড়ুয়ারা। রাজ্যজুড়ে এই কর্মবিরতির প্রভাবে বিগত কয়েকদিন ধরে রোগী ভোগান্তি অব্যাহত। আন্দোলনকে সমর্থন জানালেও, পরিষেবায় বিঘ্ন নিয়ে প্রশ্ন তুলে আর জি করের সামনে বিভিন্ন ব্যানারও ঝোলানো হয়েছে। তবে চিকিৎসক পড়ুয়াদের দাবি, আমরা চাই না রোগীদের সমস্যা হোক। সেকারণেই জরুরী বিভাগে চিকিৎসা চলছে কিন্তু আমাদের সহকর্মীর মৃত্যুর তদন্ত সমান গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য দফতরের নির্দেশে সিনিয়র চিকিৎসকেরা জরুরি বিভাগের পরিষেবা সামলাচ্ছেন। কিন্তু তা-ও কিছু জায়গায় জরুরি পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে দাবি করেন স্বাস্থ্যসচিব। আর জি করের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে রাজ্যের প্রায় সব সরকারি ও বেসরকারি হাসপাতালে একই ছবি চোখে পড়েছে।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল আর জি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় উপ্তত্ত রাজ্যের চিকিৎসক মহল। অবস্থান বিক্ষোভে বসেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। আর জি করের আউটডোর আগে থেকেই বন্ধ। রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও আন্দোলন করছেন। আউটডোর পরিষেবা বিঘ্নিত হয়েছে। এবার দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে, বুধবার রাজ্যের সব সর সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম ও ডক্টরস।

spot_img

Related articles

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের...

ভূস্বর্গে লুকিয়ে জইশ জঙ্গি! কিশতওয়ারে চিরুনিতল্লাশি নিরাপত্তাবাহিনীর 

জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে...

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...