Tuesday, May 20, 2025

বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে ১৬-১৯ অগাস্ট তৃণমূলের আন্দোলন, ১৬ তারিখ রাজপথে মিছিল মমতার

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রাজনীতি করতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বাম-বিজেপি। রাম-বামের সেই চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সন্ধেয় প্রথমে বেহালা ও পরে হাজরা মোড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সভানেত্রী।

এক নজরে তৃণমূলের ধর্না-আন্দোলন

১৪ অগাস্ট – মধ্যরাতে পতাকা উত্তোলন পালন
১৫ অগাস্ট- রেড রোড-সহ বাংলাজুড়ে স্বাধীনতা দিবস পালন
১৬ অগাস্ট- খেল দিবস পালন,
১৬ অগাস্ট- বিকেল ৪টে থেকে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালির মোড় থেকে মিছিল মমতার
১৭ অগাস্ট- রাজ্যজুড়ে ২ থেকে ৪ পর্যন্ত রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে ধর্না-মিছিল
১৮ অগাস্ট- বাংলাজুড়ে ব্লকে ব্লকে ধর্না
১৯ অগাস্ট- দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল-মিটিং

আরও পড়ুন- R G Kar-কাণ্ড: রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI, চাপ বাড়ালেন মমতা

এদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানান, বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল। ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধর্না, প্রতিবাদ সভা। সিপিএম-বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার। ১৬ তারিখ খেল দিবস পালনের পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মৌমালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।“ মমতার কথায়, “আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওঁরা হাই কোর্টে গেলেন।“

মধ্য রাতে শহর দখল কর্মসূচির নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিত ভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না, মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যে ভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয়।“

ক্ষুব্ধ মমতা বলেন, “আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। এমন একটা ঘটনায় মৃতার আত্মার শান্তি কামনা করুন। পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজনীতি করবেন না। কিছু রাজনৈতিক দল আন্দোলন করছেন। মমতাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। কিছুদিন যাক বুঝতে পারবেন, আসল রহস্য কী ছিল।”

 

 

spot_img

Related articles

পাক বিরোধী প্রচারের প্রতিনিধি দলে থাকুন জওয়ানরা, শহিদ-মৃতদের পরিবারও: প্রস্তাব অভিষেকের

পাক বিরোধী প্রচারে বিদেশে পাঠানো প্রতিনিধি দলে থাকুন দেশের অতন্দ্র প্রহরী জওয়ানরা। থাকুন শহিদ ও মৃতদের পরিবারের সদস্যরাও।...

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...