Sunday, November 9, 2025

বাম-রাম চক্রান্তের বিরুদ্ধে ১৬-১৯ অগাস্ট তৃণমূলের আন্দোলন, ১৬ তারিখ রাজপথে মিছিল মমতার

Date:

Share post:

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন নিয়ে রাজনীতি করতে ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বাম-বিজেপি। রাম-বামের সেই চক্রান্তের বিরুদ্ধে দলকে রাস্তায় নামতে নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, সন্ধেয় প্রথমে বেহালা ও পরে হাজরা মোড়ে স্বাধীনতা দিবসের প্রাক্কালের অনুষ্ঠান মঞ্চ থেকে দলের কর্মসূচি ঘোষণা করেন তৃণমূল সভানেত্রী।

এক নজরে তৃণমূলের ধর্না-আন্দোলন

১৪ অগাস্ট – মধ্যরাতে পতাকা উত্তোলন পালন
১৫ অগাস্ট- রেড রোড-সহ বাংলাজুড়ে স্বাধীনতা দিবস পালন
১৬ অগাস্ট- খেল দিবস পালন,
১৬ অগাস্ট- বিকেল ৪টে থেকে দোষীদের ফাঁসির দাবিতে মৌলালির মোড় থেকে মিছিল মমতার
১৭ অগাস্ট- রাজ্যজুড়ে ২ থেকে ৪ পর্যন্ত রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে ধর্না-মিছিল
১৮ অগাস্ট- বাংলাজুড়ে ব্লকে ব্লকে ধর্না
১৯ অগাস্ট- দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূলের মিছিল-মিটিং

আরও পড়ুন- R G Kar-কাণ্ড: রবিবারে মধ্যে তদন্ত করে ফাঁসি দিক CBI, চাপ বাড়ালেন মমতা

এদিন মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো জানান, বাম-রাম যেভাবে সোশ্যাল মিডিয়ায় কুৎসার রাজনীতি শুরু করেছে তার পাল্টা প্রতিবাদ হিসেবে এবার রাস্তায় নামছে তৃণমূল। ১৭ ও ১৮ অগাস্ট বাংলার প্রতিটি ব্লকে, ওয়ার্ডে হবে মিছিল, ধর্না, প্রতিবাদ সভা। সিপিএম-বিজেপিকে আক্রমণ করে তাদের জমানায় ঘটে যাওয়া একের পর এক ধর্ষণ-খুনের কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, এদের অধিকার নেই বড় বড় কথা বলার। ১৬ তারিখ খেল দিবস পালনের পরে আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবি জানিয়ে পথে নামবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মৌমালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি।

বাংলাদেশের প্রসঙ্গ তুলে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।“ মমতার কথায়, “আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওঁরা হাই কোর্টে গেলেন।“

মধ্য রাতে শহর দখল কর্মসূচির নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, “যাঁরা আন্দোলন করছেন, তাঁরা অধিকাংশই ছাত্রছাত্রী নন। রাজনৈতিক দল এটা পরিকল্পিত ভাবে করছে। ভাবছে মমতাকে ক্ষমতা থেকে সরাবে। ওরা জানে না, মমতার সরতে আসলে এক সেকেন্ড লাগে। ঠিক যে ভাবে আমি রেল থেকে সরে এসেছিলাম। অন্যায়ের কাছে আমি মাথা নত করি না, করব না। দরকার হলে মানুষের কাছে মাথা নত করব, কিন্তু কোনও রাজনৈতিক দলের কাছে নয়।“

ক্ষুব্ধ মমতা বলেন, “আমাকে যা ইচ্ছা বলুন, কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না। এমন একটা ঘটনায় মৃতার আত্মার শান্তি কামনা করুন। পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজনীতি করবেন না। কিছু রাজনৈতিক দল আন্দোলন করছেন। মমতাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। কিছুদিন যাক বুঝতে পারবেন, আসল রহস্য কী ছিল।”

 

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...