আবেদন খারিজ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিনেশের

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিনেশ একটি ছবি পোস্ট করেন ।

গতকালই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের আবেদন।যার ফলে রুপোর পদক পাচ্ছেন না বিনেশ। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভারতীয় কুস্তিগিরের। বোঝালেন মন ভেঙেছে তাঁর।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বিনেশ একটি ছবি পোস্ট করেন । যেই ছবিটিতে দেখা যাচ্ছে, ম্যাচে শুয়ে রয়েছেন তিনি। যেটি প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের প্রথম ম্যাচে গত বারের সোনাজয়ী জাপানের উই সুসাকিকে হারানোর পর ছবি। সেখানে দেখা যাচ্ছে, দু’হাত দিয়ে চোখ ঢেকে রয়েছেন বিনেশ। আর গায়ক বি প্রাকের একটি গান সেখানে চলছে। সেই গানের একটি লাইন, ‘দিল টুটা রহ গয়া।’ অর্থাৎ, মনটা ভেঙেই গেল। আর এই ছবি পোস্টের পরই মনে করা হচ্ছে, আবেদন খারিজ হওয়ার পরই হতাশ বিনেশ।

 

View this post on Instagram

 

A post shared by Vinesh Phogat (@vineshphogat)

গতকাল আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগিরের আবেদন। আগামী শুক্রবার ১৬ আগাস্ট পর্যন্ত কোর্ট অফ অর্বিট্রেশন ফর স্পোর্টস রায়দান পিছিয়ে দিলেও বুধবার রাতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা জানিয়ে দেন, ক্যাসে খারিজ হয়ে গিয়েছে বিনেশের আবেদন। ফলে অলিম্পিক্স পদক পাচ্ছেন না বিনেশ।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, “রুপোর পদক চেয়ে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর সেই আর্জি খারিজ হয়েছে। অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার যে নিয়ম কার্যকর ছিল তা বহাল থাকছে। বিনেশ এবং আইওএ-কে এই নিয়ম মেনে নিতে হবে।”মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠলেও বাড়তি ১০০ কেজি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হয়েছেন বিনেশ। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, এই বিভাগে সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।

আরও পড়ুন- কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?