Monday, November 10, 2025

মেয়র-সিপিকে কেন আমন্ত্রণ নয়? রাজভবনে প্রকাশ্যেই ক্ষোভ মুখ্যমন্ত্রীর

Date:

স্বাধীনতা দিবসে রাজভবনের চা-চক্রে কেন আমন্ত্রিত নন কলকাতার মেয়র ফেরহাদ হাকিম (Firhad Hakim) ও কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Binit Goyel)? বৃহস্পতিবার বিকেলে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) ডাকা চা-চক্রে যোগ দিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি সরাসরি জানালেন, কলকাতার মেয়র ও পুলিশ কমিশনার পদ দুটি সাংবিধানিক। সুতরাং সে দুটোকে সম্মান করতেই হবে।ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা মেয়র এবং পুলিশ কমিশনার দুটি পদই সাংবিধানিক। সুতরাং সেই পদে কারা বসে আছেন সেটা মুখ্য নয়। এদিনের আনুষ্ঠানিক চা চক্রে মেয়র এবং পুলিশ কমিশনারকে আমন্ত্রণ জানানো উচিত ছিল। ফিরহাদ হাকিম বা বিনীত গোয়েলের সঙ্গে রাজভবনের কোনও সমস্যা যদি থেকেও থাকে, “চেয়ারকে সম্মান জানানো উচিত ছিল”। পদকে সম্মান জানানোটাই প্রথা। এই নিয়ে রাজ্যপালের সচিবের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা।

আমন্ত্রণ না জানালেও এদিন রাজভবনে ফিরহাদ হাকিম (Firhad Hakim) নিয়ে যান মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীকে গেট পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে আসেন বিনীত গোয়েল।  রাজভবনে গিয়েও রাজ্যপালের এড়িয়ে চলেন মুখ্যমন্ত্রী। তিনি রাজভবনের বারান্দায় নাগরিক সমাজের সঙ্গে কুশল বিনিময় ও আলাপচারিতা করছেন।






Related articles

আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী: পরিষেবা প্রদানের পাশাপাশি বৈঠক জেলাশাসকদের সঙ্গে

উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতিতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁড়িয়ে থেকে বিপর্যয় (natural disaster) মোকাবিলার কাজ পর্যবেক্ষণ...

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...
Exit mobile version