কেন রুপোর পদক পেলেন না বিনেশ, কী জানাল ক্যাস ?

এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, ‘রুপোর পদক চেয়ে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে রুপো পাচ্ছেন না বিনেশ ফোগাট। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে খারিজ হয়ে যায় ভারতীয় কুস্তিগিরের আবেদন। আগামী শুক্রবার ১৬ আগাস্ট পর্যন্ত কোর্ট অফ অর্বিট্রেশন ফর স্পোর্টস রায়দান পিছিয়ে দিলেও বুধবার রাতে ভারতীয় অলিম্পিক্স সংস্থার (আইওএ) প্রধান পিটি ঊষা জানিয়ে দিলেন, ক্যাসে খারিজ হয়ে গিয়েছে বিনেশের আবেদন। ফলে অলিম্পিক্স পদক পাচ্ছেন না বিনেশ।

এই নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের তরফে জানানো হয়, ‘রুপোর পদক চেয়ে আবেদন করেছিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর সেই আর্জি খারিজ হয়েছে। অলিম্পিক্স কুস্তিতে পদক দেওয়ার যে নিয়ম কার্যকর ছিল তা বহাল থাকছে। বিনেশ এবং আইওএ-কে এই নিয়ম মেনে নিতে হবে।’ মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে উঠলেও বাড়তি ১০০ কেজি ওজনের কারণে ডিসকোয়ালিফাই হয়েছেন বিনেশ। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী, এই বিভাগে সকল প্রতিযোগীর মধ্যে তিনি থাকবেন সবার শেষে।

এই রায় জানার পর হতাশা প্রকাশ করেছেন আইওএ সভাপতি। ঊষা বলেন, ‘আন্তর্জাতিক ক্রীড়া আদালতের বিচারক খারিজ করে দিয়েছেন। ক্যাসের এই রায়ে আমি হতাশ। ক্রীড়া জগতের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত বলে রায়ে উল্লেখ করা হয়েছে।’ ক্যাসে আবেদন করে বিনেশ জানিয়েছিলেন, অলিম্পিক্স থেকে বাতিল করা হলেও তাঁকে অন্তত রুপো দেওয়া হোক। কারণ, ওজন-সমস্যা ছাড়াই নিয়ম মেনে তিনি ফাইনালে উঠে রুপো নিশ্চিত করেছিলেন। কিন্তু অলিম্পিক কুস্তির নিয়মে বদল চায়নি ক্যাস।

আরও পড়ুন- কেন পিঙ্ক বল টেস্ট আয়োজনে নারাজ বিসিসিয়াই ? মুখ খুললেন জয় শাহ