তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে বুধবার মধ্যরাতে রাস্তা দখল কর্মসূচির মধ্যেই দুষ্কৃতী তাণ্ডব চলে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital)। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজভবনে চায়ের আমন্ত্রণে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “এটা ছাত্রছাত্রীদের কাজ নয়। ওদের উপর কোনও রাগ নেই, আমাদের সমর্থন আছে। কিন্তু আমাদের রাগ যারা এই আন্দোলনের নামে হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। রাজনৈতিক দলগুলো ঢুকে অশান্তির সৃষ্টি করছে। রাম এবং বামেদের কাজ এটা।”
হামলার ভাইরাল ভিডিও প্রসঙ্গে মমতা জানান, ”আপনারা ভালো করে ভিডিওগুলো দেখুন। এখন তো AI দিয়ে নানারকম মুখ বসিয়ে ভিডিও বানানো হয়। সোশাল মিডিয়ায় প্রচুর ভুয়ো ভিডিও ছড়াচ্ছে।”
মুখ্যমন্ত্রী সাফ জানান, বহিরাগত রাজনৈতিক দলের লোক এর মধ্যে ঢুকে অশান্তি বাঁধাচ্ছে। বাম এবং রাম ঝামেলা করছে। ফেক ভিডিও ছড়ানোর অভিযোগও করেন মুখ্যমন্ত্রী। সতর্ক করে বলেন, সেসবে বিশ্বাস করবেন না।
বুধবার রাতে আরজিকর হাসপাতালে (RG Kar Hospital) শতাধিক বহিরাগত হামলা চালায়। হাসপাতালে ঢুকে মারধর করা হয়। জরুরি বিভাগ তছনছ করে দেওয়া হয়। ঘটনায় অত্যন্ত মর্মাহত মুখ্যমন্ত্রী জানান অনেক খরচ করে হাসপাতাল পরিকাঠামো উন্নয়ন করা হয়েছিল। আবার কীভাবে এই ক্ষতি পূরণ করা যায়- তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে।