স্বাধীনতা দিবসে বৃষ্টি ভিজবে বাংলা, শনিবার থেকে দুর্যোগ বাড়ার সম্ভাবনা 

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। স্বাধীনতার সকাল থেকে মেঘলা আকাশ। দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার ও শনিবার। উপকূল ও পশ্চিমের বেশ কয়েকটি জেলাতে প্রবল বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন আগামী ৭২ ঘণ্টায় কলকাতা শহর জুড়ে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি বেশি।হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে।