২০৩৬ অলিম্পিক্স আয়োজন নিয়ে বড় ভাবনা মোদির, কী বললেন তিনি

এই নিয়ে এদিন মোদি বলেন, “ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন।

সদ্য শেষ হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। আর অলিম্পিক্স শেষ হতেই স্বাধীনতা দিবসের দিন বড় অলিম্পিক্স নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০৩৬ সালে দেশের মাটিতে অলিম্পিক্স করতে চান বলে জানান প্রধানমন্ত্রী। জানান ২০৩৬ অলিম্পিক্সের জন্য বিড করবে ভারত। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই নিয়ে এদিন মোদি বলেন, “ ২০৩৬ সালের অলিম্পিক্স আয়োজন করা ভারতের স্বপ্ন। আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। গোটা বিশ্ব দেখেছে ভারত কত ভাল ভাবে জি২০ বৈঠক আয়োজন করেছে। এতেই প্রমাণ হয়েছে যে ভারতের বড় মাপের কোনও ইভেন্ট আয়োজন করার ক্ষমতা রয়েছে। অলিম্পিক্সের মতন টুর্নামেন্টের আয়োজন আমাদের স্বপ্ন।”

এদিকে এদিন লালকেল্লায় উপস্থিত ছিলেন অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটরা। তাদের উদ্দেশে মোদি বলেন, “ আজ আমাদের মধ্যে সেই যুবারা আছেন যারা অলিম্পিক্সের মঞ্চ থেকে দেশকে গর্বিত করেছেন। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি আমাদের অ্যাথলিটদের শুভেচ্ছা জানাব। আর কিছুদিনের মধ্যেই ভারতের একটা বড় দল প্যারালিম্পিকের জন্য প্যারিস যাবে। তাঁদেরও শুভেচ্ছা।”

ভারতের সঙ্গে সৌদি আরব, কাতার এবং তুরস্ক ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের দৌড়ে রয়েছে। আগামী বছর নির্বাচনের পর ২০৩৬-এর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা।

আরও পড়ুন- প্যারিস অলিম্পিকে দেশের পতাকাবাহক হতে পেরে গর্বিত মনু ভাকের