চাষের জমিতে পশুর প্রবেশ রুখতে দেওয়া বিদ্যুৎবাহী বেড়া স্পর্শ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত নুরপুর-ফতেপুর গ্রামে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে একটি গবাদি পশুরও। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নিজের চাষের জমিতে পটল তোলার কাজ করতে যান নুরপুর-ফতেপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৮০) নামে এক ব্যক্তি। তিনি যখন নিজের জমি থেকে চাষাবাদের কাজ শেষ করে ফিরে আসছিলেন সেই সময় তার নিজের জমির ঠিক পাশে বুদ্ধ শেখ নামে এক ব্যক্তির চাষের জমি ঘিরে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত দিয়ে ফেলেন। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।