Saturday, November 8, 2025

মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় গ্রেফতার ১, আশঙ্কাজনক ডিসি নর্থ

Date:

স্বাধীনতার মধ্যরাতে আরজি করে হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলাকালীনই তাণ্ডব চালানো হল হাসপাতালের জরুরি বিভাগে। তছনছ বাইরের চত্বর। দুষ্কৃতীদের হামলায় এমারজেন্সির টিকিট কাউন্টার, এইচসিসিইউ (Hybrid critical care unit), সিসিইউ, ওষুধের স্টোররুম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গুরুতর জখম হন ডিসি নর্থ(DC North), তাঁর অবস্থা আশঙ্কাজনক। রাতেই হাসপাতালে পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Police)। এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। চলছে জিজ্ঞাসাবাদ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের অনেকেই রাতের মিছিলে ছিলেন। সেখান থেকেই তাঁরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়েছিলেন। শুধু তাই নয় আরজি করের ঘটনায় ‘বিচার চাই’ বলেও স্লোগান দিতে শোনা গিয়েছিল তাঁদের। হামলাকারীদের অনেকের গায়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা টিশার্টও ছিল।প্রায় ২ ঘণ্টা ধরে রাজ্যের গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালে চলে তাণ্ডব। প্রাণ বাঁচাতে শৌচালয়ে লুকিয়ে পড়েন চিকিৎসকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দেখা গেল, শুধু ভাঙচুর নয় অগ্নিসংযোগের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরজি করের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যরাতে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ, নামানো হয় র‌্যাফ । হামলাকারীদের একাংশকে তাড়া করে এলাকাছাড়া করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। সিপি বিনীত গোয়েল (Vineet Goyal)বলেন, তরুণী চিকিৎসক খুলে পুলিশের তদন্ত নিয়ে যেভাবে মিথ্যে ‘গুজব’ ছড়ানো হয়েছে তার জেরেই এত কাণ্ড। প্রতিবাদকারীদের রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হন ডিসি নর্থ। ভুল প্রচারে কলকাতা পুলিশের (Kolkata Police) সম্মানহানি হচ্ছে বলেও মন্তব্য করেন সিপি।


Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version