Sunday, August 24, 2025

মুখপাত্রের পদ থেকে অপসারিত শান্তনু: সাংবাদিক বৈঠকে জানালেন জয়প্রকাশ

Date:

বুধবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) জানিয়েছিলেন মুখপাত্রের পদ থেকে একজনকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তবে, সেই সময় নাম জানাননি তিনি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সহ–সভাপতি জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumder) জানিয়ে দিলেন, প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তৃণমূলের সহ–সভাপতি জানান, “তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্রদের তালিকা রয়েছে সেখান থেকে প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা কদিন আগেই হয়েছে। আরজি কর হাসপাতালে ঘটনা শুরুর পরপরই তাঁকে সরানো দেওয়া হয়েছে। গত কয়েকদিনে মিডিয়ার সামনে উনি যে বক্তব্য তুলে ধরেছিলেন সেই বক্তব্য ওনার নিজের। দলের এ বিষয়ে কোন দায়িত্ব নেই।”

আর জি করে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরে সরব হন সেখানকার প্রাক্তনী তথা রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ ডা শান্তনু সেন। চিকিৎসকদের প্রতিবাদকে সমর্থনই শুধু নয়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধেও অভিযোগ করেন শান্তনু। এর পরই এদিন সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হল, শান্তনু বক্তব্য একান্তই তাঁর নিজের, দলের তাতে কোন সায় নেই।







Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version