Friday, November 14, 2025

নিরাপত্তার জন্য এড়ালেন হাজিরা, সন্দীপ ঘোষকে রাস্তা থেকে ধরল CBI

Date:

আর জি কর ইস্যুতে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। তারপরেও সিবিআই-এর হাজিরা এড়িয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার কলকাতা হাইকোর্টে এসেছিলেন সন্দীপ। সেখান থেকে সটান তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিল সিবিআই। সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে শুরু হল জিজ্ঞাসাবাদ। প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তা ‘অজুহাত’কে হেলায় উড়িয়ে চলল জিজ্ঞাসাবাদ।

মঙ্গলবার সন্ধ্যায় তদন্তভার হাতে নেওয়ার পরই একে একে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর জি করের প্রাক্তন সুপার, চেস্ট বিভাগের প্রধান থেকে নবনিযুক্ত আর জি কর অধ্যক্ষকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তবে বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়নি তিনি অনুপস্থিত থাকায়। বারবার ডেকেও তাঁর হাজিরা পায়নি সিবিআই।

শুক্রবার কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষ দাবি করেন নিরাপত্তার অভাবে তিনি হাজিরা দিতে পারেননি। তাঁর বাড়ির সামনে বিক্ষোভেরও অভিযোগ তোলেন। তিনি কেন্দ্র বা রাজ্য যে কোনও নিরাপত্তা দাবি করেন আদালতে। আদালত সন্দীপ ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দেয় রাজ্য সরকারকে। কিন্তু তার আগেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য প্রায় হাইজ্যাক করে নিয়ে গেল সিবিআই। আদালত থেকে ফেরার পথেই সিবিআই আধিকারিকরা তাকে নিজেদের গাড়িতে করে নিয়ে সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়।

Related articles

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩...

মধ্যপ্রদেশে গতির বলি ৫, এক্সপ্রেসওয়ে থেকে সোজা গাড়ি নদীতে!

মধ্যপ্রদেশের রতলামে বেপরোয়া গতির বলি ৫। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে গুজরাট যাওয়ার পথে শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসওয়ের (expressway) রেলিং...

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি।...

ডাক্তারি পড়তে এসে তালিবানি শাসনে! আল ফালায় এভাবেই পড়াত জঙ্গি উমর

অনেক আশা নিয়ে হরিয়ানার আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে এমবিবিএস পড়তে এসে হতাশ পড়ুয়ারা। একদিকে পড়াশোনার মান নিয়ে প্রশ্ন উঠেছে। তার...
Exit mobile version