Tuesday, November 11, 2025

অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করলই না সিবিআই! এবার কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা

Date:

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুনীর মৃত্যুর তদন্তে কলেজের বর্তমান অধ্যক্ষ ডাঃ সুহৃতা পালকে (Suhrita Pal) তলব করেছিল সিবিআই (CBI)। কিন্তু জিজ্ঞাসাবাদ না করেই তাঁকে ছেড়ে দেওয়া হল কেন? বৃহস্পতিবার রাতে এই প্রশ্নই তুললেন কর্মবিরতিতে যাওয়া জুনিয়র চিকিৎসকরা। রাত ১১টা ৭ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন হাসপাতালের বর্তমান অধ্যক্ষ। সূত্রের খবর, সদর দফতরের সামনেই ছিলেন এক আধিকারিক। তাঁর হাতে কিছু নথিপত্র দিয়ে তৎক্ষণাৎ ফিরে যান সুহৃতা। এই খবর পৌঁছানো মাত্রই বিক্ষোভে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকরা।

ট্রেনি ডাক্তারের মৃত্যুর তদন্তভার গ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত কোনও সদর্থক ভূমিকা দেখাতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্য পুলিশ ঘটনার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে দায়িত্ব পাওয়ার পর তিনদিন কেটে গেলেও সিবিআই কিছুই করে উঠতে পারেনি। বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সিং স্টাফ এবং আন্দোলনরত জুনিয়ার ডাক্তাররা।সন্ধের দিকে হাসপাতালে পৌঁছয় সিবিআই। প্রিন্সিপালের ঘরে পৌঁছন আধিকারিকরা। সদ্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সিবিআই। আন্দোলনকারীদের দাবি রাত সাড়ে দশটা নাগাদ সিবিআইয়ের তরফ থেকে জানানো হয়, আরও তথ্য প্রমাণ জোগাড়ের চেষ্টায় প্রিন্সিপালকে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে।কিন্তু বাস্তবে দেখা যায় নথি হস্তান্তর করেই কয়েক মিনিটের মধ্যেই CGO থেকে চলে যান ডাঃ সুহৃতা পাল। এরপরই সিবিআই-এর (CBI) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন চিকিৎসকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁদের বিভ্রান্ত করেছেন বলেই দাবি আন্দোলনকারীদের।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version