অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য রাখলেন করণ-রানি, ছবি তোলার হিড়িক প্রধানমন্ত্রীর!

মেলবোর্নে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসব এবছর ১৫ তম বর্ষে পা দিল। এবছরই যশ জোহরের চলচ্চিত্র জীবন ৫০ তম বর্ষেও পা দিল

0
1

দেশের সংসদের সদস্য নন তাঁরা। রাজনীতির সঙ্গে বহুদূর পর্যন্তও সম্পর্ক নেই পরিচালক করণ জোহর বা অভিনেত্রী রানি মুখার্জির। না রয়েছে বৈদেশিক কূটনীতিক হিসাবে কোনও রেকর্ড। তারপরেও তাহলে কীভাবে অস্ট্রেলিয়ার সংসদে জায়গা পেলেন তাঁরা? এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিসকে দেখা গেল উৎসুক হয়ে ভারতের দুই রত্নের সঙ্গে সেলফির আবেদন করছেন!

আসলে গোটা বিষয়টার মধ্যে কোথাও রাজনীতি বা কূটনীতি নেই। স্রেফ ভারতীয় চলচ্চিত্রের পরিচয়েই অস্ট্রেলিয়ার সংসদে একদিনের জন্য হলেও স্থান পেলেন করণ জোহর ও রানি মুখার্জি। ক্যানবেরা সংসদে যশ জোহরকে নিয়ে বক্তব্য রাখেন তাঁরা। প্রকাশ করা হয় যশ জোহরের নামে অস্ট্রেলিয়ান স্ট্যাম্প। আর সেই অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রী সহ সাংসদরা দুই তারকার সঙ্গে ছবি তুলতে উৎসুক হয়ে এগিয়ে এলেন। সেই সব ছবি ভাইরালও হল।

ভারতের পর অস্ট্রেলিয়াতেই সবথেকে বড় ভারতীয় চলচ্চিত্রের প্রদর্শনী হয়। সেই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর ও রানি মুখার্জি। মেলবোর্নে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসব এবছর ১৫ তম বর্ষে পা দিল। এবছরই যশ জোহরের চলচ্চিত্র জীবন ৫০ তম বর্ষেও পা দিল। সেই উপলক্ষ্যে তাঁর নামে স্ট্যাম্পের উদ্বোধন করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া সরকার।