Friday, August 22, 2025

চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্স! পাকিস্তানে ভাইরাস হানা দিতেই ‘জরুরি সতর্কতা’ জারি WHO-র

Date:

মাঙ্কিপক্স (Monkey Pox) সংক্রমণ নিয়ে এবার অশনি সংকেত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO)। হু-র তরফে সাফ জানানো হয়েছে ভয়াবহ আকার নিচ্ছে এই সংক্রমণ। যার কারণে ইতিমধ্যে মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে বিশ্বজুড়ে সতর্কতাও জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সতর্কতা জারি করেও বিশেষকিছু লাভের লাভ হবে না বলেই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যে বিশ্বে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সবথেকে খারাপ পরিস্থিতি আফ্রিকায় (Africa)। ইতিমধ্যে কঙ্গোয় মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৫০ জনের। ভাইরাসের প্রকোপে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে মধ্য ও পূর্ব আফ্রিকায়।

বিশেষজ্ঞদের মতে, Mpox ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগে শুধুমাত্র আফ্রিকাতেই পাওয়া যেত। কিন্তু এখন আর আফ্রিকার মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ সীমাবদ্ধ নেই। আফ্রিকা ছাড়িয়ে গোটা বিশ্বেই এই ভাইরাসের সংক্রমণ রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। WHO-র তরফে আরও জানানো হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে মৃত্যু হয়েছে ১১ হাজার মানুষের। তবে চিন্তার বিষয় হু-র তরফে জানানো হয়েছে, শুধুমাত্র আফ্রিকাই নয় এবার পাকিস্তান ও সুইডেনেও এই ভাইরাস সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। পাকিস্তানে ইতিমধ্যে ৩ জন মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন বলে খবর। পাকিস্তানের খাইবার পাখতুনখা প্রদেশে একাধিক আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্তরা সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাকিস্তানে এসেছিলেন বলে খবর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, শুধু আফ্রিকাই নয়, তার বাইরেও এই ভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, আর সময় যত গড়াচ্ছে এই বিষয়টি ততই উদ্বেগজনক হয়ে উঠছে। তবে মহামারি ছড়িয়ে পড়া রুখতে এবং জীবন বাঁচাতে বিশ্ববাসীকে একত্রিত হয়ে উদ্যোগ নিতে হবে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version