Sunday, January 11, 2026

রবিতে বাতিল ডুরান্ড কাপের ডার্বি: ভুলবার্তা এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুণালের

Date:

Share post:

বাতিল ডুরান্ড কাপের ডার্বি। আগামিকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ। কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে বাতিল করে দেওয়া হয় ডুরান্ডের বড় ম্যাচ। জানা যাচ্ছে, ম্যাচ না হওয়ায় দু’দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। যার ফলে ইস্ট-মোহন দু’দলই পাচ্ছে এক পয়েন্ট করে। এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। ডার্বির সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। ডার্বির পক্ষে কুণাল ঘোষ।

বেশ কয়েক দিন ধরেই জল্পনা ছিল ডুরান্ডের ডার্বি নিয়ে। রাজ্যের বর্তমান পরিস্থিতির কারণে ডার্বির নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। এই নিয়ে শনিবার ডুরান্ড কমিটি ও বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তাদের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের শেষে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে নিরাপত্তা জনিত সমস্যার কারণে বাতিল ডুরান্ড কাপের ডার্বি। সূত্রের খবর, শহরের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুলিশের তরফে যুক্তি দেওয়া হয়, শহরে বিভিন্ন জায়গায় এত পরিমাণে পুলিশ দেওয়া হয়েছে যে ডার্বির জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন সম্ভব নয়।

এদিকে গত কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দু’দলের সমর্থকেরাই আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাচ্ছিলেন। সূত্রের খবর, আগামিকাল এই নিয়ে দু’দলের সমর্থকদের ছিল এক বিশেষ প্রতিবাদ।

এদিকে ডার্বি বাতিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা তৃণমূলের নেতা তথা মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষের। সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি তুললেন তিনি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, “ আমি একজন মোহনবাগান ও তৃণমূল সমর্থক হিসেবে কাল রবিবার ডুরান্ড ডার্বির পক্ষে। প্রশাসন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। যদি কেউ ‘বিচার চাই’ ব্যানার দেখায়, দেখাক। উস্কানির অন্য ব্যানার উপেক্ষা করুন। কিন্তু ডার্বি স্থগিতে ভুলবার্তা যাবে। বামরাম কুৎসা বাড়বে। খেলা হোক।”

আরও পড়ুন- দেশে ফিরেই কান্নায় ভেঙে পড়লেন বিনেশ, স্বাগত জানাতে সাক্ষী-বজরং


spot_img

Related articles

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...