Wednesday, August 20, 2025

আর জি কর নিয়ে গত আটদিনে ভাইরাল হয়েছে বহু ভুয়ো তথ্য। তাতে জীবন বিপন্ন হয়েছে নিরীহ অনেক মানুষেরও। কলকাতা পুলিশ সেই সব ভুয়ো প্রচারের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে। কিন্তু তদন্তে সাহায্য় করতে পারে এমন তথ্য প্রমাণ নিয়ে সামনে আসতে পারেননি কেউ। তাঁদের মধ্যে অনেকেই বিভিন্ন ভয়ে পিছিয়ে থেকেছেন। এবার তাঁরাই প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের মাধ্যমে সিবিআই-এর হাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যপ্রমাণ তুলে দিতে এগিয়ে এসেছেন। জুনিয়র ও পড়ুয়া ডাক্তারদের অনুরোধে সেই তথ্য প্রমাণ সিবিআই-এর হাতে তুলে দেবেন কুণাল।

শিক্ষকদের চাকরির ইস্যুতে নিরপেক্ষভাবে সমস্যার সমাধানে চাকরিপ্রার্থী ও যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ। নিজে উদ্যোগী হয়ে শিক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের পথ খোলার পথে হেঁটেছিলেন। সেই উদাহরণ থেকে এবার আর জি করের নির্যাতিতার বিচারে ও রাজ্যের হাসপাতালগুলির অচলাবস্থা কাটাতে জুনিয়র ও পড়ুয়া ডাক্তাররা নিজেরাই দেখা করলেন কুণাল ঘোষের সঙ্গে। এই প্রসঙ্গে কুণাল জানান, “তাঁরা যোগাযোগ করেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা জানিয়েছিলেন। সেটা সম্পূর্ণ ছিল না। আমি তাদের আরও বিস্তারিত তাঁদের জানাতে বলেছিলাম। আমারও কিছু জিজ্ঞাস্য ছিল। গত দুদিনে তাঁরা যোগাযোগ করেছেন।”

মূলত তদন্তকারী সংস্থার হাতে তাঁরা কিছু তথ্য তুলে দিতে চান। সেই কাজে তাঁরা সাহায্য চেয়েছেন কুণাল ঘোষের। তিনি জানান, “তাঁদের অনুরোধ তাঁদের কিছু বক্তব্য আছে। তাঁরা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছেন। কোনও এক চক্রের বিরুদ্ধে তাঁদের কিছু বক্তব্য রয়েছে। তাঁদের অনুরোধ তাঁরা যদি আমার কাছে দেন আমি পুলিশকে দিতে পারি কিনা। এখন পুলিশ নেই সিবিআই। রবিবারের মধ্যে তাঁরা জানিয়েছেন তাঁদের যা বক্তব্য তথ্য প্রমাণ সহ আমার হাতে দেবেন। আমি যেন দয়া করে সিবিআই-এর দিই। আমি সিবিআই-এর হাতে পৌঁছে দেব।”

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version