Friday, November 7, 2025

আর জি কর-কাণ্ডে দেশজুড়ে কর্মবিরতি চিকিৎসকদের! চরম ভোগান্তি রোগীদের

Date:

কলকাতার আর জি কর (R G Kar) কাণ্ডের জেরে শনিবার সকাল ছটা থেকে কর্মবিরতি শুরু ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (Indian Medical Association)। দেশজুড়ে ডাক্তারদের এমন সিদ্ধান্তে চিকিৎসা পরিষেবায় বড় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। আইএমএ সাফ জানিয়েছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত সব ধরনের নন-এমারজেন্সি মেডিক্যাল সার্ভিস বন্ধ রাখা হবে। দেশজুড়ে ৫৫ হাজার হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। আর তাতেই বেজায় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদের। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে দেশে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ডাক্তারদের লাগাতার এমন সিদ্ধান্তে একাধিক রোগীমৃত্যুও হয়েছে বলে খবর।

তবে এদিন শুধু বেসরকারি হাসপাতালই নয়, সরকারি হাসপাতালেও স্বাস্থ্য পরিষেবা থমকে গিয়েছে বলে খবর। এদিন সারা দেশে ৪ লক্ষ চিকিৎসক এদিন কর্মবিরতি পালন করছেন বলে আইএমএ সূত্রে খবর। তবে এদিন দেশজুড়ে আপৎকালীন পরিষেবা ছাড়া আর সমস্তরকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর। তবে আউটডোর বন্ধ থাকায় এদিন জরুরি বিভাগে বাড়ছে রোগীদের সংখ্যা। স্বাভাবিকভাবেই জরুরি বিভাগে বাড়ছে চাপ।

শুক্রবার সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে একটি মেমো পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিকিৎসক কিংবা কোনও স্বাস্থ্য কর্মীর উপর হামলা কিংবা হিংসার খবর পাওয়া গেলে ছয় ঘণ্টার মধ্যে তা নিয়ে এফআইআর দায়ের করতে হবে কর্তপক্ষকে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে আর জি কর মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে আর জি করের নির্যাতিতার সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারীরা। কিন্তু এভাবে লাগাতার চিকিৎসকরা কর্মবিরতির পথে হাঁটলে আগামীদিনে বড়সড় বিপদের আশঙ্কা করা হচ্ছে।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version