Monday, August 25, 2025

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G kar Medical College and Hospital) হামলার জের! আর সেকারণেই এবার জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য তলব করা হল ডিওয়াইএফআই (DYFI)-র রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)-সহ মোট ৭ জনকে। শনি ও রবিবার তাঁদের তলব করেছে লালবাজারের (Lalbazar) গুণ্ডাদমন শাখা। সূত্রের খবর, কলকাতা পুলিশ (Kolkata Police) একাধিক বিষয় নিয়ে মীনাক্ষি-সহ ডিওয়াইএফআই নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আর সেকারণেই তাঁদের তড়িঘড়ি লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে তদন্তে সাহায্য করতেই তিনি লালবাজারে হাজিরা দেবেন বলে জানিয়েছেন মীনাক্ষি। যদিও এখনও তিনি পুলিশের তলবের নোটিশ হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী।

লালবাজার সূত্রে খবর, হামলাকারীদের সঙ্গে কোনওভাবে ডিওয়াইএফআই ও এসএফআই-র কর্মী-সমর্থকদের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। পাশাপাশি জানতে চাওয়া হতে পারে, যদি হামলাকারীদের সঙ্গে তাঁদের কোনও যোজসাজশ না থাকে তাহলে কেন ডিওয়াইএফআই-র পতাকা হাতে তাদের উৎসাহ দেওয়া হচ্ছিল সেই প্রশ্নও উঠে আসতে পারে বলে খবর। বুধবার রাতেই বিক্ষোভ প্রদর্শনের নামে হামলাকারীদের তাণ্ডবের জেরে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হামলাকারীদের মধ্যে অনেককেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা হাতে দেখতে পাওয়া গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই নিন্দার মুখে পড়তে হয়েছে বামেদের। অন্যদিকে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, আর জি করে হামলার পিছনে হাত রয়েছে বাম-রাম জোটের। হামলাকারীদের হাতে পতাকা দেখেই তাদের চিহ্নিত করা হয়েছে। যদিও শুক্রবারই সমস্ত দাবি উড়িয়ে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় জানান, হামলাকারীদের সঙ্গে দলের কোনওরকম যোগাযোগ নেই। যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version