Sunday, August 24, 2025

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R G kar Medical College and Hospital) হামলার জের! আর সেকারণেই এবার জিজ্ঞাসাবাদের (Interrogation) জন্য তলব করা হল ডিওয়াইএফআই (DYFI)-র রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)-সহ মোট ৭ জনকে। শনি ও রবিবার তাঁদের তলব করেছে লালবাজারের (Lalbazar) গুণ্ডাদমন শাখা। সূত্রের খবর, কলকাতা পুলিশ (Kolkata Police) একাধিক বিষয় নিয়ে মীনাক্ষি-সহ ডিওয়াইএফআই নেতৃত্বকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আর সেকারণেই তাঁদের তড়িঘড়ি লালবাজারে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে তদন্তে সাহায্য করতেই তিনি লালবাজারে হাজিরা দেবেন বলে জানিয়েছেন মীনাক্ষি। যদিও এখনও তিনি পুলিশের তলবের নোটিশ হাতে পাননি বলে দাবি করেছেন ডিওয়াইএফআই নেত্রী।

লালবাজার সূত্রে খবর, হামলাকারীদের সঙ্গে কোনওভাবে ডিওয়াইএফআই ও এসএফআই-র কর্মী-সমর্থকদের যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই জিজ্ঞাসাবাদ। পাশাপাশি জানতে চাওয়া হতে পারে, যদি হামলাকারীদের সঙ্গে তাঁদের কোনও যোজসাজশ না থাকে তাহলে কেন ডিওয়াইএফআই-র পতাকা হাতে তাদের উৎসাহ দেওয়া হচ্ছিল সেই প্রশ্নও উঠে আসতে পারে বলে খবর। বুধবার রাতেই বিক্ষোভ প্রদর্শনের নামে হামলাকারীদের তাণ্ডবের জেরে নতুন করে অশান্ত হয়ে ওঠে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। হামলাকারীদের মধ্যে অনেককেই সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের পতাকা হাতে দেখতে পাওয়া গিয়েছে। ঘটনায় ইতিমধ্যেই নিন্দার মুখে পড়তে হয়েছে বামেদের। অন্যদিকে হামলার ঘটনায় ইতিমধ্যেই ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

শুক্রবারই আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে রাজপথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানান, আর জি করে হামলার পিছনে হাত রয়েছে বাম-রাম জোটের। হামলাকারীদের হাতে পতাকা দেখেই তাদের চিহ্নিত করা হয়েছে। যদিও শুক্রবারই সমস্ত দাবি উড়িয়ে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় জানান, হামলাকারীদের সঙ্গে দলের কোনওরকম যোগাযোগ নেই। যারা দোষী তাদের কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version