Tuesday, December 23, 2025

সেবির শীর্ষ পদে থেকেও সাড়ে ৩ কোটি বেআইনি রোজগার! মাধবী বুচের পর্দাফাঁস

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই সেবির প্রাক্তন প্রধান মাধবী পুরি বুচের পক্ষে সওয়াল করার জন্য উঠে পড়ে লেগেছে কেন্দ্রের বিজেপি নেতারা। তবে তাতে আদতে কোনওভাবেই ঢাকা সম্ভব হচ্ছে না মাধবী বুচের কুকীর্তি। একদিক ঢাকতে গিয়ে আরেক দিক বেরিয়ে আসার মতো এবার সামনে এল সেবির চেয়ারম্যান মাধবী পুরি বুচের বেআইনি রোজগারের গোটা পরিসংখ্যান। সেবির শীর্ষপদে থেকেই এই বিপুল রোজগার করেছেন মাধবী ও তাঁর স্বামী।

সম্প্রতি একটি অন্তর্তদন্তে বেরিয়ে এসেছে, ২০১৭ সালে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার সদস্য হন মাধবী বুচ। ২০২২ সালে তিনি চেয়ারম্যান পদে আসেন। সেই সময়কালের মধ্যেই তিনি ও তাঁর স্বামী সিঙ্গাপুরে ও ভারতে দুটি কনসাল্টেন্সি ফার্ম চালিয়েছেন। সিঙ্গাপুরের আগোরা পার্টনার্স ও ভারতের আগোরা অ্যাডভাইসারি-র ৯৯ শতাংশ অংশীদার ছিলেন তাঁরা। রেজিস্ট্রার অফ কোম্পানিজের তথ্য অনুসারে সেখান থেকে ৩ কোটি ৭১ লক্ষ টাকা প্রায় রোজগার করেছেন।

এই সংস্থাদুটির সঙ্গে তাঁরা আগে থেকেই যুক্ত ছিলেন। সেবি-র ২০০৮ সালের নিয়ম অনুযায়ী এই সংস্থার সঙ্গে যুক্ত কোনও ব্যক্তি কোনও লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকা বা তার থেকে বেতন সংগ্রহ করতে পারেন না। চাপের মুখে মাধবী বুচ দাবি করেন ২০২২ সালে এই সংস্থাদুটির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। তিনি তাঁর অংশীদারিত্ব হস্তান্তর করে দেন। যদিও বাস্তবে ২০২৪ সালেও তিনি এই সংস্থাদুটির অংশীদার পদেই রয়েছেন।

পরতে পরতে মিথ্যার সাজে যে চেয়ারম্যান পদকে বারবার সাজিয়েছেন মাধবী বুচ, তারই প্রমাণ তাঁর বেআইনিভাবে রোজগার। সেক্ষেত্রে হিন্ডেনবার্গের রিপোর্টে শেয়ার বাজারে আদানিকে লাভ পাইয়ে দেওয়ার জন্য যে চাল মাধবী বুচ চেলেছিলেন, তার পর্দাফাঁস হওয়ার পরে কার্যত কোনঠাঁসা মাধবী অবশ্য এখনও তাঁর বেআইনি রোজগার নিয়ে কোনও ব্যাখ্যা এখনও দেননি।

spot_img

Related articles

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...

মানুষের জীবনের মূল্য দিতে হবে, দূষণ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

শীতকালে দূষণ দেশের বিভিন্ন রাজ্যেই একটা বড় সমস্যা।  মুম্বইয়ের দূষণ(Maharashtra Pollution) পরিস্থিতি নিয়ে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের। দিল্লির...