Tuesday, November 11, 2025

আর জি কর কাণ্ডে শীর্ষ আদালতের হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টের উকিলের!

Date:

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দৃষ্টি আকর্ষণ করে পিটিশন জমা দিলেন শীর্ষ আদালতের অ্যাডভোকেট উজ্জ্বল গৌড় (SC Lawyer Ujjwal Gour)। সূত্রের খবর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (CJI DY Chandrachud) কাছে স্বতঃপ্রণোদিত মামলার জন্য একটি চিঠি জমা দিয়েছেন তিনি। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শুধুমাত্র একটা ধর্ষণের ঘটনা কিংবা নারী সুরক্ষার প্রশ্ন নয়, ভুক্তভোগী যেখানে মানবতার সেবা করছেন সেই প্রাঙ্গনে সংঘটিত ভাবে এহেন বর্বরোচিত কাজ গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। অবিলম্বে এর বিচার দরকার।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে কর্মরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের পর বিক্ষোভে ফেটে পড়েছে বাংলা। স্বাধীনতার মধ্যরাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে রাজ্যের বিভিন্ন জেলার মহিলা পুরুষ নির্বিশেষে সকলেই। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট (HC) সিবিআইকে এই মামলার তদন্তভার দিয়েছে। পাশাপাশি মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচির মাঝেই আর জি করে হামলার ঘটনাতেও কলকাতা পুলিশকে (Kolkata Police) তীব্র ভর্ৎসনা করে কেন্দ্রীয় এজেন্সির উপর ভরসা রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শনিবার বেশ জুড়ে চিকিৎসক সংগঠন কর্মবিরতির পথে হেটেছে। নির্যাতিতার শাস্তির দাবিতে সরব হচ্ছে সব মহল। এই আবহে সুপ্রিম কোর্টের উকিল উজ্জ্বলের লেখা চিঠিতে বলা হয়েছে, এই ঘটনা ভারতীয় সংবিধান দ্বারা সমুন্নত ন্যায়বিচার এবং মানবতার মূল মূল্যবোধকেও আঘাত করে। এটিকে ঘৃণ্য, জঘন্য অপরাধ বললেও কম বলা হবে। পিটিশনে স্বতঃপ্রণোদিত এই মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা এবং দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথাও জানিয়েছেন উজ্জ্বল।


Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version