ছদ্মবেশ ব্যবসায়ীর। আসল কাজ জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করা। সেই তাহাউর শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অপরাধী। এবার মুম্বই হামলায় অস্ত্র সরবরাহ করার অপরাধে ভারতে বিচার শুরু হবে তাহাউর রানার। আমেরিকার আদালত তাকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে।

২০০৮ মুম্বই হামলায় নাম জড়ায় কানাডার ব্যবসায়ী তাহাউর রানার। পাকিস্তানের এই বাসিন্দা যুক্ত একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে। বাইরে তার ব্যবসা যা-ই হোক, জঙ্গি সংগঠনকে অস্ত্র সরবরাহ করার ব্যবসায় গোটা বিশ্বের কুখ্যাত ব্যবসায়ী রানা। ডেনমার্কে অস্ত্র সরবরাহ করে নাশকতা করার আগে ধরা পড়ে সে। এরপর থেকেই আমেরিকার বন্দি রানা।

সম্প্রতি তাকে হাতে পেতে আবেদন জানায় ভারত। দুই দেশের বন্দি হস্তান্তরের চুক্তি অনুযায়ী, আবেদনকারী দেশে যদি দোষী সাব্যস্ত বা বিচারাধীন হয় অভিযুক্ত, তাহলে তাকে হস্তান্তরিত করা হবে। সেই অনুযায়ী আমেরিকার আদালত তাহাউর রানাকে ভারতে হস্তান্তরিত করার নির্দেশ দেন।
