‘স্থিতিশীল’ ভিক্টর বন্দ্যোপাধ্যায়, তবে আরও কিছুদিন থাকতে হবে হাসপাতালে

বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় (Victor Banerjee) হাসপাতালে ভর্তি। ঘনিষ্ঠ সূত্রের খবর, মাইল্ড হার্ট অ্যাটাকের শিকার অভিনেতা। মুসৌরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে দেরাদুনের এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন আপাতত স্থিতিশীল রয়েছেন ‘রক্তবীজ’ অভিনেতা। প্রাথমিকভাবে তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হলেও এখন জেনারেল বেডেই রয়েছেন।

৭৭ বছরের অভিনেতার পারিবারিক সূত্রে জানা যায় তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে। যদিও সেটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বলেই জানিয়েছেন ডাক্তাররা। ২০২২ সালে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সঙ্গে ধরা পড়েছিল ডেঙ্গিও। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’র মাধ্যমে চলচ্চিত্র জগতে আলোড়ন তৈরি করা প্রবীণ অভিনেতাকে শেষ দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দিতারায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।


Previous articleপড়াতেই হবে ন্যাশনাল কাউন্সিলের বই! কোন ক্লাসের জন্য বিজ্ঞপ্তি CBSE-র
Next articleভুয়ো ডাক্তারদের হাতে প্রাণের ঝুঁকি মানুষের! সরকারকে কড়া নির্দেশ আদালতের