Saturday, November 8, 2025

অরিজিতের নামে ভুয়ো পোস্ট! টুইটার অ্যাকাউন্টই নেই গায়কের

Date:

Share post:

আর জি কর (RG Kar Medical College and Hospital) কাণ্ডের পর যখন রাজ্য জুড়ে তীব্র হচ্ছে আন্দোলন, সেলেব থেকে সাধারণ মানুষ পথে নেমে বা স্যোশাল মিডিয়ায় প্রতিবাদ করছেন ঠিক তখন অরিজিৎ সিং-এর (Arijit Sing) একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে দেখা যায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়ক লিখেছেন, ‘এক সপ্তাহের মধ্যে জাস্টিস না পেলে রাস্তায় নামব। দয়া করে আমাকে আগেই যা বোঝানোর বুঝিয়ে দিন। রাস্তায় নামলে আর কিছুই বুঝব না।’ প্রিয় গায়কের প্রশংসা করে এই পোস্ট ঝড়ের গতিতে শেয়ার করেছেন অনুরাগীরা। কিন্তু এই পোস্টের সত্যতা কতটা? তৃণমূল কংগ্রেসের (TMC) ফ্যানপেজের তরফে আসল তথ্য প্রকাশ করে বলা হয়েছে যে, অরিজিতের কোনও টুইটার অ্যাকাউন্টই নেই। সবটাই ভুয়ো। উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরনো এক ঘটনার পোস্ট নতুন করে প্রকাশ করে উস্কানি দেওয়ার চেষ্টা করছে বাম দলগুলি, এমনটাই অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে অরিজিৎ জানিয়েছেন যে তাঁকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যে প্রচার হচ্ছে। আর জি করে যা হয়েছে তার প্রতিবাদ হওয়া দরকার। আর সেখানে বাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছেন তিনি। জানিয়ে দিয়েছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নন।

তৃণমূলের ফ্যানপেজের দাবি সিপিএম ইচ্ছে করে পুরোনো ভিডিও ভাইরাল করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা হচ্ছে। মানুষকে ভুল বোঝাতে ২০১৪ সালের পোস্ট ব্যবহার করা হচ্ছে। তাঁদের তরফে অরিজিতের এই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়, ‘সত্যি ঘটনা জেনে রাখুন। অরিজিৎ সিংয়ের কোনও টুইটার অ্যাকাউন্ট নেই। অরিজিৎ সিংয়ের নামে মিথ্যা কথা বলা হচ্ছে। সিপিএম যে ভিডিয়ো ভাইরাল করেছে সেটি পুরোটাই মিথ্যে। ভিডিয়টা ২০১৪ সালের। সিপিএমের হয়ে অরিজিৎ প্রচার করেনি বলে অরিজিতের মিথ্যে বদনাম করাচ্ছে সিপিএম।’কিছুদিন আগে অরিজিৎ সিংয়ের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেটা শুনে মনে হচ্ছে তিনি এই ঘটনার জন্য পথে নেমেছেন। কিন্তু আসলে সেটা নয়। সেটাও আগের একটি ভিডিয়ো।


spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...