Sunday, August 24, 2025
উৎপল সিনহা

” ভিতরে এখনও অনেক থ্রো বেঁচে আছে । ৮৯ মিটার থেকে আরও এগোতে হবে । একটা জার্নিতে , একটা দীর্ঘ যাত্রায় আনন্দ থাকে , আবার দুঃখও থাকে । আমিও ব্যতিক্রম নই ।উপরওয়ালা যা দিয়েছেন , তার জন্য আমি কৃতজ্ঞ ।‌ কিন্তু এখনও অনেক কিছু করা বাকি আছে । ”

” একদিক দিয়ে স্বস্তি এই যে , দেশের হয়ে পদক জিততে পেরেছি । কিন্তু খচখচানিটা যাচ্ছে না যে , সোনা হারালাম। আমার ভিতরে সবসময় এই বিশ্বাসটা ছিল যে , আমি পারবো । সোনা জিততে পারবো । নাদিম রেকর্ড থ্রো ( ৯০ মিটারের বেশি ) করার পরেও আমি হাল ছাড়িনি । ভিতর থেকে কেউ একটা বলছিল , তুমি পারবে , তুমিও পারবে ৯০ মিটারের উপরে ছুঁড়তে । অন্দর মে জোশ থা , কর দেঙ্গে । নব্বই মিটার কখনও পারিনি তো কী , আজ ঠিক করে দেবো । আজ ৯০ মিটার হলো না । কিন্তু একদিন হবে । খুব শিগগিরই হবে । জীবনের সেরা থ্রো এখনও করি নি আমি । তা আমার ভিতরেই থেকে গিয়েছে ।‌ একদিন সেটা বেরোবে । যতক্ষণ না বেরোচ্ছে , আমি শান্তিতে ঘুমাতে পারবো না । আজ আমার দিন ছিল না , নাদিমের ছিল । ”

” ফাউল থ্রো-র জন্য কোনো ব্যাঘাত ঘটে নি । আমাকে ভাবিয়ে তুলেছিল চোট , কুঁচকির এই চোট আমাকে বারবার ভুগিয়েছে। আমার মাথার মধ্যে ঘুরছিল চোটের ব্যাপারটা । চল্লিশ-পঞ্চাশ শতাংশ মন ওদিকে ঘুরে গিয়েছিল। অলিম্পিকের কথা ভেবেই অপারেশন করাই নি । মনে হয়েছিল চিকিৎসা করিয়ে চোটের মাত্রা কমিয়ে কাজ চালিয়ে দিই।‌ অপারেশন করালে যদি অলিম্পিক্সে নামতে না পারি ।

এবার আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে । ডাক্তারদের সঙ্গে কথা বলবো , যদি অপারেশন করতেই হয় , তাহলে করিয়ে নেবো । আর দেরি করতে চাই না । ” ” সোনা জিততে পারলাম না । জ্যাভলিন খুব চোট-আঘাত প্রবণ খেলা । শরীরের ওপর খুব ধকল যায় । যবতক চলেগা করেঙ্গে । হাতের ঝটকায় ৯০ মিটার পার করে দেবো ভেবেছিলাম । কিন্তু আজ হওয়ার ছিল না । ”

” আর্শাদ ( পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার ) খুব পরিশ্রম করেছে এই দিনটা দেখবে বলে । আমি ওর জন্য খুশি । ওকে অভিনন্দন জানানো উচিত সকলের । টোকিওতে আমি জিতেছিলাম , এখানে আর্শাদ জিতলো । খেলার মাঠ এ রকম। কখনও আমি জিতবো , কখনও আর্শাদ । মেনে নিতেই হয় ।”

এই হলো চ্যাম্পিয়নের কথা । চ্যাম্পিয়ন নীরজ চোপড়া , সোনার ছেলে । দেশের গৌরব। হরিয়ানার গ্রাম থেকে এসে অলিম্পিক্সে পরপর দু’বার সোনা ও রুপো জয়ী নীরজ । আজ পর্যন্ত ব্যক্তিগত ইভেন্টে ভারতের কারও যে কৃতিত্ব নেই ।

আরও পড়ুন- আর জি কর সংলগ্ন এলাকায় জমায়েতে নিষেধাজ্ঞা কলকাতা পুলিশের

আর কি বললেন চ্যাম্পিয়ন ? ” যখনই সফল হই , মনে করার চেষ্টা করি কোথা থেকে এসেছি । কখনও তো ভাবিই নি এই জায়গায় বসে কথা বলবো একদিন । জানি না কীভাবে যেন সব হয়ে গেল ।”

৮৯.৪৫ মিটার ছুঁড়েছেন কুঁচকির ব্যথা সহ্য করে । সম্পূর্ণ সুস্থ থাকলে আরও বড়ো কিছু হতেই পারতো । নীরজের বয়স এখন ২৬ । চার বছর পর আবার অলিম্পিক্স । তখন নীরজের বয়স হবে ৩০ । অবশ্য এখনো রয়েছে সম্ভাবনার হাজার দরজা খোলা । স্তাদ দে ফ্রান্সে একটুর জন্য হলো না । কিন্তু চ্যাম্পিয়নের ভিতরে রয়ে গেল অসাধ্য সাধনের অসীম ক্ষমতা , জেদ , নিষ্ঠা , নিবিড় একাগ্রতা ও অপ্রতিরোধ্য প্রত্যয় । আমরা কোটি কোটি ভারতবাসী স্বপ্ন দেখি , লস এঞ্জেলেস অলিম্পিক্সে বর্শা হাতে ছুটতে শুরু করেছেন আমাদের সোনার ছেলে নীরজ। রানওয়ে ধরে ছুটছেন তিনি বর্শা হাতে। মনে উদ্যম , বুকে প্রত্যয় । সঙ্গে চ্যাম্পিয়নের গর্ব , দেশের জন্য সোনা ফিরিয়ে আনার তীব্র জেদ , স্বপ্ন , একবুক আকাঙ্ক্ষা।

এত কামনা এত সাধনা কখনও ব্যর্থ হবার নয় । ছুটছেন নীরজ , ছুটছেন দুরন্ত গতিতে , নীরজ তো নয় , যেন ছুটছে একটা খোঁচা খাওয়া রক্তাক্ত , ক্ষতবিক্ষত বাঘ । রানওয়ের একেবারে শেষ প্রান্তে এসে একটা দুর্দান্ত ঝাঁকুনি দিয়ে হাতটা পিছনে টেনে তীব্র এক ঝটকায় মহাশূন্যে ছুঁড়ে ফেললেন বর্শাটা । এবার ?

বর্শাটা যেন পাখির মতো ডানা মেলে উড়ে চলেছে দূর থেকে দূরে , ওই তো, মহাশূন্যেই ৯০ মিটার , ৯২ মিটার পেরিয়ে কোথায় চলেছে আজ নীরজের প্রিয় বর্শা , আমাদের স্বপ্নসাধ , আশা-আকাঙ্খা ? ওই তো , আমরা সবাই দেখতে পাচ্ছি , নীরজের বর্শা মাটিতে পড়ার আগেই মহাশূন্যে ছুঁয়ে ফেললো স্বপ্নরেখা , এখনও উড়ছে , আমরা দেখে ফেলেছি এক অন্তহীন জ্যাভলিন থ্রো , যা সমস্ত কাঁটাতার অতিক্রম করে , সমস্ত সীমানা পেরিয়ে চলে যাচ্ছে অসীমের পথে । আহ্ , এটা দেখার জন্যেই তো আমরা রাত জাগছি , তুমি শুনতে পাচ্ছো নীরজ ? তুমি কি শুনতে পাচ্ছো তোমাকে ঘিরে আমাদের জয়ের উল্লাস ?

 

 

 

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version