Wednesday, November 5, 2025

এই আর জি করেই ডাক্তারি পড়ুয়ার খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল সিপিএম! বিস্ফোরক কুণাল

Date:

আজ সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে আর জি কর কাণ্ডে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি তাঁর হাতে এসেছে বলে দাবি করেন কুণাল। যেগুলি তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কুণাল জানান, আর জি করের কিছু চিকিৎসক-পড়ুয়ারা তাঁর সঙ্গে যোগাযোগ করে এই তথ্য দিয়েছেন। তদন্তের স্বার্থে সেগুলি তিনি সিবিআইকে দিতেই এসেছেন। তবে নথি নিয়ে এর থেকে আর বেশি কিছু খোলসা করেনি কুণাল।

পরে সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর সময় ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হন কুণাল (Kunal Ghosh)। তখনই সিপিএম জমানায় আর জি করের একটি ঘটনার কথা স্মরণ করিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। ওই আমলে এই হাসপাতালেই এক ডাক্তারি পড়ুয়ার খুনকে আত্মহত্যা বলে চালিয়েছিল বাম সরকার ও সিপিএমের নেতারা।

২০০১ সালে বাম আমলে আর জি করের ডাক্তারি পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ টেনে আনেন তিনি। বলেন, সৌমিত্রকেও খুন করা হয়েছিল। আত্মহত্যা বলে তা চালানো হয়েছিল। এটা যেন কেউ ভুলে না যান। কুণালের কথায়, “আমাদের মনে রাখতে হবে, ২০০১ সালে আর জি করে সৌমিত্র বিশ্বাসের খুনকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল। যাঁরা এখন হুজুগ তুলছেন, অরাজকতার কথা বলছেন, তাঁরা ২০০১ সালের কথাও যেন মনে রাখেন।”

আর জি করে মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুন নিয়ে যখন চারপাশ উত্তাল, তখন বেশ কয়েক জন আর জি কর প্রাক্তনী সৌমিত্রের খুনের বিচার চেয়েছেন। তাঁদের অভিযোগ, বাম জমানায় ২০০১ সালে আরজি করে পর্নোগ্রাফি তৈরির র‌্যাকেটের কথা জেনে ফেলেছিলেন সৌমিত্র। তার প্রতিবাদ করায় হস্টেলের মধ্যেই বেধড়ক মারধর করা হয় সৌমিত্রকে। মুখ বন্ধ রাখতে খুনও করা হয়। পরে হস্টেলের ঘর থেকেই সৌমিত্রর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, আত্মহত্যার কথা বলে সে সময়ে তদন্ত ধামাচাপা দিয়েছিল সিপিএম সরকার। সেই ঘটনার প্রসঙ্গই এদিন তুলে ধরলেন কুণাল।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাজের প্রশংসাও করেন কুণাল। তিনি জানান, সিবিআই যথাসাধ্য কাজ করছে। রবিবারের মধ্যে আমরা আশা করেছিলাম, তদন্তে ইতিবাচক অগ্রগতি হবে। আগামী ২৩ আগস্ট হেফাজত শেষে ধৃতকে ফের আদালতে হাজির করানো হবে। এই ঘটনায় এখনও পর্যন্ত যাকে ধরা হয়েছে, সে একমাত্র অপরাধী নাকি সঙ্গে আরও কেউ কেউ যুক্ত, সেটা ২৩ তারিখ সিবিআইয়ের কাছ থেকে জানা যাবে বলেই আশাবাদী কুণাল।

আরও পড়ুন:R G Kar Case: গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দু! মঙ্গলেই শুনানির সম্ভাবনা 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version