Tuesday, November 4, 2025

বিচারের দাবিতেও রাজনীতি! হাইকোর্টে বাম-রাম আঁতাঁতে চূড়ান্ত অসভ্যতা

Date:

আর জি করের ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়ে এক সপ্তাহ পার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিবাচক কোনও পদক্ষেপ না দেখা যাওয়ায় শহরে আরও বাড়ছে প্রতিবাদের জমায়েত। সোমবার হাইকোর্টে প্রতিবাদ জানান আইনজীবীরাও। সেই মিছিলে রাজনৈতিক রঙ ঢেলে আদালত চত্বরে অরাজক পরিস্থিতি তৈরি করে বাম-বিজেপিপন্থী আইনজীবীরা।

সোমবার আদালত চত্বরে কোনও রাজনীতি বা মতাদর্শ ভুলে নির্যাতিতার বিচারের দাবি জানান আইনজীবীরা। প্রথম সারিতে ছিলেন মহিলা আইনজীবীরা। হঠাৎই মিছিল থেকে বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়, ফিরদৌস শামিম রাজনৈতিক স্লোগান দেওয়া শুরু করেন। প্রতিবাদ করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর পরই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়।

ঘোলা জলে মাছ ধরার রাজনীতিতে আর জি করের ঘটনার পরে উত্তাল রাজ্য রাজনীতি। সেই সুযোগে বাম-রাম একজোট হয়ে রাজ্যের বদনাম করতে মাঠে নেমেছে। আদালত চত্বরেও তার ব্যতিক্রম হল না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামপন্থী আইনজীবীদের বচসা শুরু হতেই তরুণজ্যোতি তেওয়ারি সহ বিজেপিপন্থী আইনজীবীরা এসে পরিবেশ আরও অশান্ত করে তোলেন।

পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা, যিনি নিজেও একজন আইনজীবী, এসে তৃণমূল সাসংদকে সরিয়ে নিয়ে গেলে বামেরা আদালত চত্বরে বিচারের দাবির মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানাতে থাকেন। হাইকোর্টে অবাধে চলে রাজনৈতিক স্লোগান।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version