Thursday, December 25, 2025

গুজব ছড়ানোর অভিযোগে তলব: লালবাজারে কুণাল-সুবর্ণ, সঙ্গে চিকিৎসকদের মিছিল, কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

আরজি কর-কাণ্ডে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে লালবাজারে (LalBazar) তলব পেয়ে হাজিরা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার (Kunal Sarkar) ও সুবর্ণ গোস্বামী (Subarna Goswami)। তাঁদের সঙ্গে নিয়েই সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসকরা মিছিল লালবাজারের কাছে পৌঁছন। তবে, সবাইকে ভিতরে ঢুকতে দেওযা হয়নি। কলকাতা পুলিশের তরফে জানানো হয়, তলব পাওয়া দুই চিকিৎসকই শুধু ভিতরে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে লালবাজারে ঢুকেছেন কুণাল এবং সুবর্ণ। গুজব ছড়ালে কেন তলব নয়- এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)।আর জি করে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে গর্জে ওঠে চিকিৎসক মহল। এই নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) এই দুই চিকিৎসককে তলব করে কলকাতা পুলিশ। এর পরেই অন্য চিকিৎসকেরা মিছিল করে লালবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই মতো মিছিল শুরু হয়। এদিকে মিছিল আটকাতে লালবাজারে সামনে ফিয়ার্স লেনে ব্যারিকেড করে পুলিশ। মিছিলে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে আইপি এস রূপেশ কুমার ও ইন্দিরা মুখোপাধ্যায়। জানানো হয়, শুধু তলব পাওয়া দুই চিকিৎসকই লালবাজারে যেতে পারবেন। সেই মতো নিজেদের আইনজীবীকে সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকেন কুণাল এবং সুবর্ণ।

তলব প্রসঙ্গে সুবর্ণ বলেন, “রবিবার কলকাতা সাইবার পুলিশের তরফে চিঠি পাই। নোটিসে রবিবার ৩টের মধ্যে যেতে বলা হয়েছিল, সেটা আমার পক্ষে সম্ভব হয়নি।”

তবে ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?”








spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...