সন্ধে ৬টা, রাত ১১টা, ভোর ৪.৩০টা, তিনবার কেন হাসপাতালে সঞ্জয়? উঠে এলো বিস্ফোরক তথ্য

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সম্পর্কে নতুন তথ্য হাতে পেয়েছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রের খবর, ঘটনার দিন হাসপাতালে তিনবার গিয়েছিল সঞ্জয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য উঠে এসেছে।

প্রথমবার সঞ্জয় আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) ঢোকে সন্ধে ৬টা নাগাদ। সঞ্জয়ের সঙ্গে ছিল সৌরভ নামে অন্য এক সিভিক ভলান্টিয়ার।সৌরভের দাদা ভর্তি ছিলেন আর জি করের সার্জারি ওয়ার্ডে। সেখানেই যায় তারা। কিছুক্ষণ পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজনেই। এরপর রাত ১১টা নাগাদ ফের আর জি কর হাসপাতালে যায় সঞ্জয়। এবার সে নির্যাতিতা চিকিৎসকের ডিপার্টমেন্ট অর্থাৎ চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আবার হাসপাতাল থেকে বেরিয়ে যায় সঞ্জয়। অসমর্থিত সূত্রে খবর, এরপর সে নিষিদ্ধ পল্লীতে গিয়ে এক বন্ধুর সঙ্গে মদ খায়। তৃতীয়বারের জন্য ভোর ৪.০৩ মিনিট নাগাদ ফের হাসপাতালে ঢোকে সঞ্জয়। সেটা সিসিটিভিতেও ধরা পড়ে। রহস্য লুকিয়ে এই ভোর বেলাতেই।

সিবিআই সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় ২০ জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছে জানতে চাওয়া হয়েছে, ঘটনার দিন রাতে কী কী দেখেছিলেন তাঁরা? হাসপাতালের অযাচিত কার কার যাতায়াত ছিল? সেদিন রাতে কে কে এসেছিল হাসপাতালে? কোথায় কোথায় তারা ঘুরেছিল? সঞ্জয় কি একাই ছিল, নাকি আরও কাউকে দেখা গিয়েছিল ওই রাতে? এখন এসব প্রশ্নের উত্তরই খুঁজছেন গোয়েন্দারা।

আরও পড়ুন:সিবিআইকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ করার দাবি তৃণমূলের