Thursday, November 6, 2025

আর জি কর (R G Kar) হাসপাতালে হামলার ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) হাতে এখনও পর্যন্ত গ্রেফতার মোট ৩৭। লালবাজার (Lal bazar) সূত্রে এমনটাই খবর। পাশাপাশি আর জি কর-কাণ্ডে আরও এক চিকিৎসককে নোটিশও দিয়েছে পুলিশ। সোমবরই তাঁকে লালবাজারে তলব করা হয়েছে। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় ভুল বা অনৈতিক তথ্য প্রচারের জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটিকে কেন্দ্র করে ভুল তথ্য ছড়াচ্ছে। তবে কলকাতা পুলিশ প্রথম থেকে ভুয়ো তথ্য আটকাতে প্রচার করছে। সাংবাদিক সম্মেলন করে পুলিশ কমিশনার বিনীত গোয়েলও প্রমাণ ছাড়া পোস্ট না করার জন্য অনুরোধ করেছিলেন। অভিযোগ, ঘটনার পর অনেকেই সমাজমাধ্যমে নির্যাতিতা তরুণীর নাম এবং ছবি প্রকাশ করেছেন, যা আইনবিরুদ্ধ। সে বিষয়েও সতর্ক করেছিলেন বিনীত। তার পরেই রাজ্যের দুই চিকিৎসককে তলব করা হয়।

আরজি করের ঘটনায় আগেই দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে রবিবার ডাকা হয়েছিল। তাঁরাও সোমবার হাজিরা দেবেন বলে জানিয়েছেন। তবে তাঁরা একা যাবেন না। মিছিল করে তাঁদের কলকাতা পুলিশের সদর দফতর পর্যন্ত পৌঁছে দেবেন সতীর্থ চিকিৎসকেরা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত হবে মিছিল। সঙ্গে থাকবেন ওই দুই চিকিৎসকের আইনজীবীরাও।


Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version