প্রকাশ্যে আর জি করে নির্যাতিতার পোস্টমর্টেম রিপোর্ট! কী কী তথ্য উঠে এলো?

আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিত্‍সক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য থেকে গোটা দেশ। প্রভাব পড়েছে বিদেশেও। চলছে মিটিং, মিছিল, বিক্ষোভ, প্রতিবাদ। সেইসঙ্গে চলছে সিবিআই তদন্ত। নির্যাতিতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল। এবার চূড়ান্ত রিপোর্টেও এলো হাড়হিম করা তথ্য।

চূড়ান্ত পোস্টমর্টেম রিপোর্ট অনুসারে, গোটা শরীরে একাধিক ক্ষত, আঘাত। মিলেছে ধস্তাধস্তির প্রমাণও। ধর্ষণ ও নৃশংস ভাবে খুনের প্রমাণ আগেই মিলেছিল। শুধু শরীরে আঘাতই নয়, ভয়ংকর যৌন নির্যাতন এবং ফোর্সফুল পেনিট্রেশনের প্রমাণ পাওয়া গিয়েছে। নির্যাতিতার মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে ১৪ টিরও বেশি গভীর ক্ষতের চিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।

আর জি করের (RG Kar Hospital) নির্যাতিতার খুনের কারণ হিসাবে জোর করে শ্বাসরোধের কথাও বলা হয়েছে এই রিপোর্টে। যৌন নিপীড়ন তো বটেই, যোনিতে গভীর ক্ষত। যৌনাঙ্গে “সাদা, পুরু, চটচটে” তরলও পাওয়া গিয়েছে। রিপোর্টে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরে রক্ত ​​জমাট বাঁধার স্পষ্ট উল্লেখ আছে। তবে হাড় ভাঙার কোনও প্রমাণ নেই। রক্ত এবং অন্যান্য শারীরিক তরলের নমুনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন:আর জি করের ঘটনায় প্রশ্ন অনেক, উত্তর খুঁজতে ফের নির্যাতিতার বাড়িতে CBI