Tuesday, November 4, 2025

দুর্গাপুজো বন্ধের চক্রান্তের বিরোধিতায় বিজ্ঞপ্তি জারি ফোরাম ফর দুর্গোৎসবের

Date:

আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঘটনার প্রভাব যাতে দুর্গাপুজোয় না পড়ে, সেই অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করল ফোরাম ফর দুর্গোৎসব। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের ‘পেটে লাথি মারার’ কারোর কোনও অধিকার নেই, সাফ জানিয়ে দিলেন ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক শাশ্বত বসু। একইসঙ্গে তাঁর অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে।

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদ জানিয়ে অনেক ক্লাবই সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে। কেউ আবার দুর্গাপুজো বয়কটের ডাক দিয়েছেন। এহেন পরিস্থিতিতে বিজ্ঞপ্তি জারি করে ফোরাম ফর দুর্গোৎসব জানিয়েছে, আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ঘটনায় আমরা গভীর শোকাহত এবং বিপর্যস্ত। ফোরাম ফর দুর্গোৎসব অবিলম্বে যথাযথ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।”

এই প্রসঙ্গে ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক জানিয়েছেন,”দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বর্তমানে দুর্গাপুজোটা শুধুই কোনও উৎসব নয়, এটি বাংলার অর্থিনীতির বড় অঙ্গ। দুর্গোৎসবের ওপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষের জীবিকা। তাঁদের পরিবারের পেটে লাথি মারার কারোর অধিকার নেই।” একইসঙ্গে তাঁর অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গাপুজো বন্ধের চক্রান্ত করা হচ্ছে। যারা দুর্গাপুজো চায় না আর জি করের ঘটনার মধ্য দিয়ে তাঁদের আরও একবার নোংরা রাজনীতি সামনে আসছে।

আরও পড়ুন- CBI তদন্তে ‘অসন্তোষ’! আন্দোলন এখনই প্রত্যাহার নয় আর জি করে


 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version