Sunday, November 9, 2025

দুই নার্সারি পড়ুয়াকে যৌন নিগ্রহ! বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্রের বদলাপুর

Date:

Share post:

স্কুলেই দুই নার্সারি পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় উত্তাল বিক্ষোভের মুখে মহারাষ্ট্রের বদলাপুর। বিক্ষোভকারীদের দাবি এই ঘটনা যে কোনও নারীর যৌন নিগ্রহের থেকেও খারাপ, কারণ অপরাধের শিকার দুই শিশু যাদের বয়স চার বছরের মধ্যে। এই ঘটনার জেরে বদলাপুর বনধেরও ডাক দিয়েছে স্থানীয় গাড়িচালক থেকে ব্যবসায়ী সংগঠনগুলি। চাপের মুখে সিট গঠন করে দ্রুত তদন্তের আশ্বাস দিচ্ছে মহারাষ্ট্রের শিন্ডে সরকার।

গত সপ্তাহে থানের একটি পরিচিত স্কুলের দুই খুদে স্কুলেরই কর্মীর দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়। চার বছর ও সাড়ে তিন বছরের দুই শিশু সে সম্পর্কে কিছুই বলতে পারেনি। তবে স্কুলে যাওয়া নিয়ে আতঙ্ক তৈরি হয়। পরিবারের লোকেরা বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের কয়েক ঘণ্টা বসিয়ে রাখার অভিযোগ করে পরিবার। স্থানীয় ডাক্তারও শিশুদের যৌন নিগ্রহের বিষয়টি নিশ্চিত করেন। প্রায় ১২ ঘণ্টা পরে রাজনৈতিক নেতার চাপে অভিযোগ নেয় পুলিশ। এরপরই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে ক্লাস টিচার, মহিলা সহায়িকাকে সাসপেন্ড করে। কিন্তু থামানো যায়নি স্থানীয়দের ক্ষোভ। স্কুলের কর্মীর ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হয় গোটা বদলাপুর এলাকা। মঙ্গলবার সকাল থেকে রেললাইন আটকে বিক্ষোভ দেখানো হয়। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে উত্তেজিত জনতা। ছয় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে থানে লাইনে ট্রেন চলাচল।

বেগতিক দেখে থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করে মহারাষ্ট্র প্রশাসন। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ জানান, একজন মহিলা আইজি পদমর্যাদার পুলিশ আধিকারিকের নেতৃত্বে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। রাজ্য চেষ্টা করছে দ্রুত মামলা ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে দ্রুত নির্যাতিতা শিশুদের বিচার পাইয়ে দিতে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...