Sunday, November 9, 2025

আরজি করের ঘটনা ঘিরে তোলপাড় গোটা রাজ্য। এরই মাঝে বেশ কিছু পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার কথা বলেছে।এ প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, আরজি করের ঘটনার সঙ্গে পুজোর কী সম্পর্ক? পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করতে পারবেন তো?

কুণাল বলেন, পুজো মানে শুধু উৎসব বা ধর্ম নয়।পুজোকে ছোট করার কথা যারা বলছে, তারা ঘোলা জলে মাছ ধরতে নেমেছে।আমরাও আরজি করের ঘটনার বিচার চাই, দোষীর ফাঁসি চাই।সিবিআইয়ের কাছে ২৩ তারিখের মধ্যে আদালতে তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট চাই।বিজেপি অরাজকতা করার চেষ্টা করছে। রাজ্য সরকার প্রত্যন্ত অঞ্চলের অসংগঠিত মানুষের সাহায্যের জন্য পুজোর মাধ্যমে এই টাকাটা দিচ্ছে। সেটা নিতে বাধা দিচ্ছে যারা, তারা বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, মানুষকে বিপথে চালিত করছে।

কুণাল বলেন,পুজো মানে শুধু উৎসব বা ধর্ম নয়।আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান বলে যারা বলছেন, তারা জেনে রাখুন বাংলায় আসল দুর্গারা সবচেয়ে বেশি নিরাপদ।যারা ৮৫ হাজার টাকা নিচ্ছেন না, তাদের বলি, পুজো একটা অর্থনীতি। কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন, কবে শরৎকাল আসবে। ডেকরেটর্স, আলো, প্রতিমাশিল্পী, ফুলচাষি, কুটিরশিল্প – এই সকলের কাছে যাতে টাকা পৌঁছয়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্য ৮৫ হাজার টাকা দেওয়া। যারা বয়কট করছেন, তারা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়, তার জন্য মমতা বন্দোপাধ্যায় ৮৫ হাজার টাকা দিচ্ছেন।

আরজিকরের ঘটনায় মুখ্যমন্ত্রী রবিবারের মধ্যে বিচারের সময় বেধে দিয়েছিলেন।এখন তো আদালতের নির্দেশে পুরোটাই সিবিআইয়ের হাতে।রবিবারের ডেডলাইন পেরিয়ে গেলেও কিছু করে উঠতে পারেনি।এসবের মাঝে পুজো নিয়ে রাজনীতি করা ঠিক নয়।

 

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version