আর জি কর-কাণ্ডের প্রেক্ষিতে রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন স্থগিত করে দিলেও বৃহস্পতিবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Budhadev Bhattacharya) স্মরণসভা অনুষ্ঠান করছেন সিআইপিএম (CPIM)। নেতাজি ইনডোর স্টেডিয়ামে দুপুর আড়াইটেয় এই অনুষ্ঠানে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বইয়ে চাহিদা থাকবে বলে অনুমান আলিমুদ্দিনের। এই কারণে দ্রুত তাঁর লেখা বই ছাপল সিপিএমের প্রকাশনা সংস্থা। বুধবার, সংস্থার কর্ণধার অনিরুদ্ধ চক্রবর্তী জানান, চাহিদা থাকবে ধরে নিয়েই তিনটি বই বিশেষ ভাবে ছাপা হয়েছে। সেগুলি হল- ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’, ‘নাৎসি জার্মানির জন্ম ও মৃত্যু’ এবং ‘পুড়ে যায় জীবন নশ্বর’।
৮ অগাস্ট সকালে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা বুদ্ধদেব (Budhadev Bhattacharya)। তাঁর দেহ রাখা হয় ‘পিস ওয়ার্ল্ডে’। ৯ অগাস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ বিধানসভা, আলিমুদ্দিন হয় মিছিল করে দেহদান করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। শেষযাত্রায় ভিড়ের প্রেক্ষিতে আলিমুদ্দিনের আশা বৃহস্পতিবার যথেষ্ট জমায়েত হবে। দলের বাইরের অংশের অনেক মানুষও বুদ্ধদেবের স্মরণসভায় যোগ দিতে পারেন বলে মনে করছে সিপিআইএম। সেখানে বুদ্ধদেবের লেখা বইয়ের চাহিদা থাকবে বলেও মনে করছে প্রকাশনা সংস্থা।