বিমানবন্দর থেকে গায়েব একজোড়া কাঁচি! যাত্রী সুরক্ষায় দৃষ্টান্ত স্থাপন জাপানের

আচমকাই উধাও দু’টি কাঁচি (Scissor)! যার জেরে রীতিমতো তুলকালাম বিমানবন্দরে (Airport)। ঘটনার জেরে প্রায় অর্ধদিবস বিমানবন্দর বন্ধ থেকে শুরু করে একাধিক বিমানও বাতিল (Cancel) করা হয়েছে বলে খবর। যাত্রীদের নিরাপত্তা (Passengers Safety) সুনিশ্চিত করতেই এমন পদক্ষেপ জাপানের (Japan) হোক্কাইডোর নিউ চিতোসে বিমানবন্দর (New Chitose Airport) কর্তৃপক্ষের। যদিও বিমান বাতিল হলেও এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। কাঁচি উধাও হওয়ার কারণে এমন বড়সড় পদক্ষেপ আগে কোনও বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়েছে বলে মনে করতে পারছেন না কেউই।

তবে যাত্রী পরিবহণের নিরিখে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জাপানের এই বিমানবন্দর। আর সেকারণে কোনওরকম দুর্ঘটনা এড়াতে বড়সড় পদক্ষেপ বিমানবন্দর কর্তৃপক্ষের। কিন্তু আচমকা কাঁচি উধাও হয়ে যেতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। সূত্রের খবর, বিমানবন্দরের বোর্ডিং গেটের পাশের একটি স্টেশনারি দোকানের কর্মীরা নিরাপত্তা রক্ষীদের জানান, তাঁদের দোকানে থাকা দুটি কাঁচি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলি তাঁরা নিজেদের কাজে ব্যবহার করতেন। আচমকা কাঁচি হারিয়ে যাওয়ায় বাতিল হয় ৩৬ বিমান। পাশাপাশি সূত্রের খবর, দীর্ঘ অপেক্ষার পর বিমানবন্দর থেকে ছাড়তে হয় ২০১ বিমান। অন্যদিকে রানওয়ে ফাঁকা না থাকায় বহু বিমান অন্য বিমানবন্দরে পাঠিয়ে দিতে বাধ্য হয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে লাগাতার বিমান বাতিল ও বিলম্ব হওয়ায় গাড়ি ও যাত্রীদের রীতিমতো ভিড় জমে যায় বিমানবন্দরের বাইরে। তবে যাত্রী সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই একদিকে যেমন যাত্রীদের বিমান থেকে নেমে আসার অনুরোধ জানানো হয়, তেমনই সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানো যাত্রীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে বারবার তল্লাশি চালালেও কোনও যাত্রীদের থেকে হারিয়ে যাওয়া দুটি কাঁচি উদ্ধার হয়নি বলেই খবর।

এদিকে কাঁচির খোঁজে যখন বিমানবন্দরে তোলপাড় অবস্থা, প্রায় গোটা দিন তল্লাশি চালানোর পরে ওই দোকান থেকেই উদ্ধার হয় কাঁচি। বিমানবন্দর সূত্রে খবর, দোকানেরই এক কর্মচারী নিরাপত্তার কারণে দোকান সাময়িক বন্ধ রাখার সময় কাঁচি দুটি নিরাপদ জায়গায় রেখে বাড়ি চলে যান। পরে যিনি দোকান খোলেন তিনি কাঁচি দুটি নির্দিষ্ট জায়গায় দেখতে না পেয়েই নিরাপত্তা কর্মীদের বিষয়টি জানান। আর তারপরই যাত্রী সুরক্ষার কারণে শুরু হয় চিরুনি তল্লাশি। কিন্তু দুটি কাঁচির জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। যেখানে বিমানযাত্রায় যাত্রীদের সুরক্ষা তলানিতে, সেখানে যাত্রীদের বাঁচানোর জন্য এমন উদ্যোগে খুশি সকল যাত্রীই।