Friday, December 19, 2025

নতুন পথে চম্পাই সোরেন! ঘোষণা প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যাবতীয় কানাঘুষো বন্ধ করে দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিদ্ধান্তের সঙ্গে মতের মিল না হওয়ায় শুধু দল ছাড়া নয়, এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন চম্পাই। একজন সঙ্গী খোঁজার কথাও জানান তিনি।

গত সপ্তাহে হঠাৎই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন সম্পর্কে বিজেপি আইটি সেল একাধিক সম্ভাবনার কথা ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তারা ইঙ্গিত করতে থাকে দ্রুত বিজেপিতে যোগ দিতে চলেছেন চম্পাই। এমনকি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করা হয়। তার মধ্য়ে চম্পাইয়ের দিল্লি সফর সেই সম্ভাবনাকে আরও উস্কে দেয়। ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বিধানসভা নির্বাচনের পথে ঝাড়খণ্ড। সদ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতিতে চম্পাইয়ের বিজেপি যোগ নিয়ে অবশ্য মুখ খোলেনি জেএমএম।

যদিও দিল্লি সফর নিয়ে সম্প্রতি চম্পাই দাবি করেন নাতির চশমা সারাইয়ের জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। বুধবার অবশ্য কোনও রাখঢাক না করেই ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন চম্পাই। তিনি জানান, তাঁর সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথমত, রাজনীতি থেকে অবসর, দ্বিতীয়ত সংগঠন তৈরি আর তৃতীয়ত, নতুন বন্ধুর হাত ধরা। তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। একটা নতুন দল গড়ে তোলার কাজ করবেন। এবং সেই পথে যদি নতুন কোনও বন্ধু পান তাহলে তাঁর হাত ধরেই এগোবেন, স্পষ্ট করে দেন চম্পাই।

সেই সঙ্গে তিনি মঙ্গলবার এক জনসভায় দাবি করেন, তাঁর লক্ষ্য পিছিয়ে পড়া, দলিত, আদিবাসীদের শক্তি বাড়ানো। ঝাড়খণ্ডকে একটি আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা। সেই কাজে অবশ্যই তিনি সমর্থন পাবেন, আশা প্রকাশ করেন।

spot_img

Related articles

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীগঠিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীগঠিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...