Tuesday, August 12, 2025

নতুন পথে চম্পাই সোরেন! ঘোষণা প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যাবতীয় কানাঘুষো বন্ধ করে দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিদ্ধান্তের সঙ্গে মতের মিল না হওয়ায় শুধু দল ছাড়া নয়, এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন চম্পাই। একজন সঙ্গী খোঁজার কথাও জানান তিনি।

গত সপ্তাহে হঠাৎই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন সম্পর্কে বিজেপি আইটি সেল একাধিক সম্ভাবনার কথা ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তারা ইঙ্গিত করতে থাকে দ্রুত বিজেপিতে যোগ দিতে চলেছেন চম্পাই। এমনকি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করা হয়। তার মধ্য়ে চম্পাইয়ের দিল্লি সফর সেই সম্ভাবনাকে আরও উস্কে দেয়। ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বিধানসভা নির্বাচনের পথে ঝাড়খণ্ড। সদ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতিতে চম্পাইয়ের বিজেপি যোগ নিয়ে অবশ্য মুখ খোলেনি জেএমএম।

যদিও দিল্লি সফর নিয়ে সম্প্রতি চম্পাই দাবি করেন নাতির চশমা সারাইয়ের জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। বুধবার অবশ্য কোনও রাখঢাক না করেই ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন চম্পাই। তিনি জানান, তাঁর সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথমত, রাজনীতি থেকে অবসর, দ্বিতীয়ত সংগঠন তৈরি আর তৃতীয়ত, নতুন বন্ধুর হাত ধরা। তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। একটা নতুন দল গড়ে তোলার কাজ করবেন। এবং সেই পথে যদি নতুন কোনও বন্ধু পান তাহলে তাঁর হাত ধরেই এগোবেন, স্পষ্ট করে দেন চম্পাই।

সেই সঙ্গে তিনি মঙ্গলবার এক জনসভায় দাবি করেন, তাঁর লক্ষ্য পিছিয়ে পড়া, দলিত, আদিবাসীদের শক্তি বাড়ানো। ঝাড়খণ্ডকে একটি আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা। সেই কাজে অবশ্যই তিনি সমর্থন পাবেন, আশা প্রকাশ করেন।

spot_img

Related articles

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...

বারবার মিছিল-মিটিংয়ের অনুমতি চেয়ে মামলায় বিরক্ত বিচারপতি! শুভেন্দুর সভার অনুমতি দিল না হাইকোর্ট

পুলিশ কোনও সভা বা মিছিল করার অনুমতি না দিলেই বিশেষত রাজ্যের বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ...