Monday, November 10, 2025

নতুন পথে চম্পাই সোরেন! ঘোষণা প্রাক্তন ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর

Date:

বিজেপিতে যোগ দেওয়া নিয়ে যাবতীয় কানাঘুষো বন্ধ করে দিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সিদ্ধান্তের সঙ্গে মতের মিল না হওয়ায় শুধু দল ছাড়া নয়, এবার নতুন দল গঠনের ঘোষণা করলেন চম্পাই। একজন সঙ্গী খোঁজার কথাও জানান তিনি।

গত সপ্তাহে হঠাৎই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা চম্পাই সোরেন সম্পর্কে বিজেপি আইটি সেল একাধিক সম্ভাবনার কথা ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তারা ইঙ্গিত করতে থাকে দ্রুত বিজেপিতে যোগ দিতে চলেছেন চম্পাই। এমনকি বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন বলে দাবি করা হয়। তার মধ্য়ে চম্পাইয়ের দিল্লি সফর সেই সম্ভাবনাকে আরও উস্কে দেয়। ২০২৫ সালের জানুয়ারির মধ্যেই বিধানসভা নির্বাচনের পথে ঝাড়খণ্ড। সদ্য মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পেয়েছেন। এই পরিস্থিতিতে চম্পাইয়ের বিজেপি যোগ নিয়ে অবশ্য মুখ খোলেনি জেএমএম।

যদিও দিল্লি সফর নিয়ে সম্প্রতি চম্পাই দাবি করেন নাতির চশমা সারাইয়ের জন্য তিনি দিল্লি গিয়েছিলেন। বুধবার অবশ্য কোনও রাখঢাক না করেই ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেন চম্পাই। তিনি জানান, তাঁর সামনে তিনটি পথ খোলা ছিল। প্রথমত, রাজনীতি থেকে অবসর, দ্বিতীয়ত সংগঠন তৈরি আর তৃতীয়ত, নতুন বন্ধুর হাত ধরা। তিনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না। একটা নতুন দল গড়ে তোলার কাজ করবেন। এবং সেই পথে যদি নতুন কোনও বন্ধু পান তাহলে তাঁর হাত ধরেই এগোবেন, স্পষ্ট করে দেন চম্পাই।

সেই সঙ্গে তিনি মঙ্গলবার এক জনসভায় দাবি করেন, তাঁর লক্ষ্য পিছিয়ে পড়া, দলিত, আদিবাসীদের শক্তি বাড়ানো। ঝাড়খণ্ডকে একটি আদর্শ রাজ্য হিসাবে প্রতিষ্ঠা করা। সেই কাজে অবশ্যই তিনি সমর্থন পাবেন, আশা প্রকাশ করেন।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version