Monday, January 12, 2026

CBI-কে দ্রুত তদন্তের আর্জি! RG Kar কান্ডের প্রতিবাদে স্বাস্থ্যভবনে চিকিৎসকরা

Date:

Share post:

আর জি কর (R G Kar) কাণ্ডে অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে স্বাস্থ্য ভবন (Sasthya Bhawan) অভিযান চিকিৎসকদের (Doctors)। ইতিমধ্যে কলকাতা পুলিশের (Kolkata Police) হাত থেকে মামলার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, তদন্তভার হাতে নেওয়ার পর ১৬৫ ঘণ্টা কেটে গেলেও এখনও মামলার কোনও সুরাহাই করতে পারেননি তদন্তকারীরা। এদিনের মিছিল জুনিয়র চিকিৎসকদের হলেও বহু সিনিয়র চিকিৎসকরাও পা মেলান। অন্যদিকে, আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নয়া অধ্যক্ষ সুহৃতা পালের পদত্যাগের দাবিতেও এদিন স্বাস্থ্য ভবন অভিযান চিকিৎসকদের। অভিযোগ, নিরাপত্তা-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইলেও অধ্যক্ষের দেখা মিলছে না। কারণ তিনি আর জি করে না এসে স্বাস্থ্য ভবন থেকে দায়িত্ব সামলাচ্ছেন। আর তারই প্রতিবাদে এদিন দুপুরে সাড়ে ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্সের (CGO Complex) সামনে থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে এসে পৌঁছন আন্দোলনকারী চিকিৎসকরা।

শেষ পাওয়া খবর, বর্তমানে স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। দলে ৩৫ জন চিকিৎসক রয়েছেন বলে খবর। সেই দলে আর জি কর ছাড়াও অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও রয়েছেন বলে খবর। এদিন স্বাস্থ্য কর্তাদের হাতে ডেপুটেশন জমা দেওয়ার কথা চিকিৎসকদের প্রতিনিধি দলের। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েকের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। বুধবার সকালে সিজিও কমপ্লেক্সের বাইরে থেকে শুরু হয় এই মিছিল। সিজিও কমপ্লেক্সের সামনে থেকে এদিনের মিছিল শুরুর কারণ হিসাবে চিকিৎসকরা জানিয়েছেন, সিবিআই এই ঘটনার তদন্ত চালাচ্ছে। তদন্তের গতি যাতে বৃদ্ধি পায় এবং তদন্ত কোন পর্যায়ে রয়েছে তা জানানোর দাবি উঠছে মিছিল থেকে। সেকারণে বুধবার সিজিও কমপ্লেক্স থেকেই মিছিল শুরুর সিদ্ধান্ত আন্দোলনকারী চিকিৎসকদের।

ইতিমধ্যে সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চিকিৎসকরা। তাঁদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি হোক এবং অভিভাবকহীন আর জি করে নতুন করে অধ্যক্ষ সুহৃতা পাল পড়ুয়াদের কথা শুনুন। তবে এদিন চিকিৎসকদের তরফে বারবার দাবি করা হয়েছে, আমরা প্রথম থেকেই সবকিছু শান্তিপূর্ণভাবে করেছি, আগামীদিনেও শান্তি বজায় রেখে সুবিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। উল্লেখ্য, আর জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বুধবার স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের এই কর্মসূচিতে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা কর্মসূচিকে সমর্থন জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসও। কোনওরকম অশান্তি এড়াতে স্বাস্থ্য ভবনের বাইরে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

 

spot_img

Related articles

সম্প্রীতির চিরন্তন পথপ্রদর্শক; স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে সিমলা স্ট্রিটে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিবসে সিমলা স্ট্রিটের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

চেনা গানেই বাবাকে শেষ ডাক আরিয়ার! বাগডোগরায় চোখের জলে বিদায় প্রশান্তকে

সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরের রানওয়ে তখন ভারী হয়ে আছে বিষণ্ণতায়। চার বছরের একরত্তি শিশু আরিয়া জানে না কী...

মনোজ আগরওয়ালের ব্যক্তিগত নম্বর ভাইরাল! আইনি পথে হাঁটছেন ‘বিরক্ত’ CEO

অপরিকল্পিত SIR-এ কাজের চাপ বাংলায় একের পর এক BLO-র মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO)...

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...