Tuesday, November 4, 2025

আর জি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি হাইকোর্টে

Date:

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউকে বেরিয়ে আসছে। তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর জন্য যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আর্থিক দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সদ্য প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন আধিকারিক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। প্রধান বিচারপতি সেই আবেদন সাড়া দিয়ে মামলার অনুমতি দেন।

গতকাল, বুধবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত দু’টি বিষয়ে কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরা হয়। একটি করেছেন আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন। আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হস্তক্ষেপ চাইছেন তাঁরা। বুধবার ওই আবেদন করা হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।বিচারপতি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে, আর জি করের আর্থিক দুর্নীতি নিয়ে দ্বিতীয় আবেদনটি জমা পড়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে। আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

আরও পড়ুন: তদন্ত শুরুর এক সপ্তাহ পরও নেই “ব্রেক থ্রু”! প্রবল চাপে সিবিআই

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version