আর জি করে আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি হাইকোর্টে

0
2

আর জি কর (RG Kar Hospital) কাণ্ডে কেঁচো খুঁড়তে কেউকে বেরিয়ে আসছে। তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর জন্য যখন তোলপাড় চলছে, ঠিক তখনই আর্থিক দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সদ্য প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে ইডি তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হাসপাতালেরই এক প্রাক্তন আধিকারিক। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন করা হয়। প্রধান বিচারপতি সেই আবেদন সাড়া দিয়ে মামলার অনুমতি দেন।

গতকাল, বুধবার আর্থিক দুর্নীতি সংক্রান্ত দু’টি বিষয়ে কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরা হয়। একটি করেছেন আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। তিনি হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ আনেন। আর জি করের আর্থিক দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হস্তক্ষেপ চাইছেন তাঁরা। বুধবার ওই আবেদন করা হয় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে।বিচারপতি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন।

অন্যদিকে, আর জি করের আর্থিক দুর্নীতি নিয়ে দ্বিতীয় আবেদনটি জমা পড়ে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের এজলাসে। আর জি করে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এক আইনজীবী। চলতি সপ্তাহেই এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

আরও পড়ুন: তদন্ত শুরুর এক সপ্তাহ পরও নেই “ব্রেক থ্রু”! প্রবল চাপে সিবিআই