আর জি কর কাণ্ডের (RG Kar Medical College and Hospital) জেরে দেশ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, কর্মী প্রত্যেকের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষত মহিলার স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা এবং নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্টও (Supreme Court)। এই আবহে এইমস-সহ (AIIMS) কেন্দ্র সরকারের অধীনস্থ প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলিতে সুরক্ষা ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Ministry of Health) তরফে সংক্রান্ত ১২টি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। হঠাৎ করে হাসপাতালে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলা করার জন্য কী কী করতে হবে সেই ট্রেনিং দেওয়া থেকে শুরু করে তার পর্যবেক্ষণ ও মক ড্রিল করার নির্দেশও দিয়েছে মন্ত্রক।


স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী-

- কেন্দ্রের অধীনে থাকা প্রতিটি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থায় অন্তত ২৫ শতাংশ নিরাপত্তা বৃদ্ধি করতে হবে
- নাইট ডিউটিতে মহিলা কর্মীকে একা রাখা যাবে না
- প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম দুজন মহিলা কর্মী রাখতে হবে
- হাসপাতাল চত্বরে কোনও জায়গায় যেন অন্ধকার না থাকে সেই কথা মাথায় রেখে আলো আরও বাড়াতে হবে
- কর্মক্ষেত্র থেকে হস্টেল বা বাড়ি যাওয়ার জন্য পরিবহণ ব্যবস্থা উন্নত ও নিশ্চিত হতে হবে
- যেসব ওয়ার্ড ও অন্যান্য জায়গায় মহিলা স্বাস্থ্যকর্মী থাকবেন, সেখানের ডিউটি রুমে পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকা দরকার
- সিসিটিভি ক্যামেরা লাগানো, প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, প্রতিটি প্রবেশ ও বেরোনোর দরজায় নজরদারি বাড়াতে হবে
- প্রয়োজনে মার্শাল নিয়োগ, কোনও আপৎকালীন ক্ষেত্রে কী কী করা উচিত তার প্রশিক্ষণ দিতে হবে















